Durga Puja Celebration

ন্যুড ঠোঁটেই করতে চান বাজিমাত? তা হলে যত্ন নিন এ ভাবে

ন্যুড ঠোঁটে হালকা লিপ লাইনার বুলিয়ে নেওয়া এ বার পুজোর ট্রেন্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১০:১০
Share:

পুজোর মুখে মনের মতো লিপস্টিক বাছাইয়ের পর্ব চলছে এখন। হরেক ব্র্যান্ডের নানা রং। কখনও বা পোশাকের সঙ্গে মানানসই করে, কখনও বা ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে।

Advertisement

কিন্তু লিপস্টিক যখন ঠোঁটে থাকবে না, তখন? বাড়িতে বা বাইরে বেরলেও সব সময়ই যে লিপস্টিক পরতেই হবে এমন তো নয়! বরং ন্যুড ঠোঁটে হালকা লিপ লাইনার বুলিয়ে নেওয়াও কিন্তু এ বার পুজো ট্রেন্ড।

কিন্তু যদি ঠোঁটের রং কালো হয়, বা ফ্যাকাসে তা হলে কি আদৌ ন্যুড ঠোঁটের স্টাইল আপনাকে মানাবে? তবে ঘরোয়া কিছু উপায় আছে, যা মেনে চললে ঠোঁট হবে নরম, সুন্দর। জেনে নিন সেই উপায়।

Advertisement

আরও পড়ুন: পুজোয় কী অসুখে কোন হোমিওপ্যাথি ওষুধ কাজে আসবে, জানেন?​

আরও পড়ুন: আঁচলে অ্যাত্তোখানি আর খোল এত ফাঁকা!​

ছবি সৌজন্য: পিক্সাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement