অয়েল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
অয়েল ইন্ডিয়া লিমিটেড কর্মী নিয়োগ করবে। কনসালট্যান্ট ফিল্ড অফিসার পদে ওই সংস্থায় দক্ষ ব্যক্তি প্রয়োজন। সংশ্লিষ্ট পদে কাজের জন্য দু’জনকে নিয়োগ করা হবে।
ভারতীয় নৌসেনার অবসরপ্রাপ্ত আধিকারিকেরা ওই পদে কাজের সুযোগ পাবেন। তাঁদের ন্যূনতম ১০ বছর ওই বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, ইন্টারন্যাশনাল মেরিটাইম ল, অফশোর সিকিউরিটি পলিসি মেকিং সম্পর্কে কাজে দক্ষ হতে হবে।
নিযুক্তদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে ১,৫০,০০০ টাকা। পোস্টিং পোর্ট ব্লেয়ার এবং কোচি-তে হতে চলেছে। কাজের মেয়াদ দু’বছর পর্যন্ত থাকছে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৬ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা।