— প্রতিনিধিত্বমূলক চিত্র।
হাতে সময় নেই, কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ খুঁজছেন? অনলাইনে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রি কোর্স করাবে এনআইটি, সিকিম। ওই কোর্সের ক্লাস শুধুমাত্র সপ্তাহান্তে অর্থাৎ শনিবার এবং রবিবার করানো হবে।
কী কী বিষয় পড়ার সুযোগ?
ইলেকট্রিক্যাল ভেহিকেল টেকনোলজি, কম্পিউটার সায়েন্স উইথ স্পেশ্যালাইজ়েশন— এই দু’টি বিষয় পড়ানো হবে।
দ্বিতীয় বিষয়টির অধীনে কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, সাইবার সুরক্ষা, ক্লাউড কম্পিউটিং, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শেখার সুযোগ থাকছে।
কত দিন ক্লাস করতে হবে?
মোট দু’বছরের ডিগ্রি কোর্সে চারটি সেমেস্টার নেওয়া হবে। প্রতি সপ্তাহান্তে ক্লাস করাবেন এনআইটি সিকিম-এর ফ্যাকাল্টি সদস্য এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা। তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারে প্রজেক্ট ওয়ার্ক এবং ডিজ়ারটেশন জমা দিতে হবে।
ভর্তি হতে পারবেন কারা?
ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এবং ৫৫ শতাংশের বেশি নম্বর পেয়েছেন— এমন ব্যক্তিরা ভর্তির আবেদন করতে পারবেন। তাঁদের মেধা লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই করে ভর্তি নেওয়া হবে।
কী ভাবে আবেদন করবেন?
অনলাইনে এনআইটি সিকিম-এর ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১০ হাজার টাকা। ভর্তি হওয়ার পর ওই টাকাটি অ্যাডমিশন ফি-এর সঙ্গে যুক্ত করে নেওয়া হবে। অ্যাডমিশন ফি ২,০০,০০০ টাকা। আবেদনের শেষ দিন ১৩ ডিসেম্বর।