— প্রতিনিধিত্বমূলক চিত্র।
দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির প্রবেশিকার সময় জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আয়োজক সংস্থার তরফে বলা হয়েছে, ২০২৬-এর কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট-এ (কুয়েট-ইউজি) আগামী মে মাসে আয়োজিত হবে। পরীক্ষার রেজিস্ট্রেশন যাতে সহজে এবং দ্রুত সম্পূর্ণ হয়, সে জন্য কিছু কিছু নথির তথ্য আপডেট করে রাখার নির্দেশ দিয়েছে এনটিএ।
আগ্রহীরা আধার কার্ড-এর তথ্য দিয়েই অনলাইনে পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। তাই, ওই পরিচয়পত্র-এ দেওয়া নাম, জন্মতারিখ, ঠিকানা এবং বাবার নাম সঠিক থাকা প্রয়োজন। যদি তা না থাকে, তা হলে ওই সমস্ত তথ্য দ্রুত আপডেট করিয়ে নিতে হবে। এ ছাড়াও বিশেষ ভাবে সক্ষম এবং সংরক্ষিত জাতিভুক্ত প্রার্থীদের জাতিগত শংসাপত্রও সংশোধিত এবং বৈধ কিনা, তা-ও যাচাই করে নেওয়ার জন্য বলা হয়েছে।
দেশের ৪৭টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ৩০০-র বেশি কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা হিসাবে কুয়েট-ইউজি নেওয়া হয়ে থাকে। ওই পরীক্ষাটি দ্বাদশ উত্তীর্ণেরা দেওয়ার সুযোগ পাবেন। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা নেয় এনটিএ।
২০২৫-এ পরীক্ষা দিয়েছিলেন ১৩,৫৪,৬৯৯ জন। এ বছরের পরীক্ষা ১৩ মে থেকে ৪ জুন পর্যন্ত চলেছে। ফল প্রকাশ হয়েছে ৪ জুলাই। এই রাজ্যে ওই ফলাফলের ভিত্তিতে একমাত্র বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ভর্তি নেওয়া হয়।