— প্রতিনিধিত্বমূলক চিত্র।
পড়তে পড়তেই যদি কাজ শেখার সুযোগ পাওয়া যায়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এ স্টুডেন্ট ইন্টার্নশিপ করানো হবে। তাতেই যোগ দিতে পারবেন স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা।
ইঞ্জিনিয়ারিং শাখায় পাঠরত স্নাতক কিংবা প্রাণিবিদ্যা, বায়োটেকনোলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা ওই ইন্টার্নশিপে যোগদান করতে পারবেন। বাছাই করা পড়ুয়াদের দু’মাস প্রশিক্ষণ চলবে। একটি বিশেষ মাছের জীবনযাত্রার খুঁটিনাটি বিষয় শেখাবেন বিশেষজ্ঞেরা।
অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ) অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তকে কাজ শেখার সুযোগ দেওয়া হবে। ওই প্রকল্পে গবেষণা করছে বিশ্ববিদ্যালয়ের জ়ুলজি বিভাগ। নিযুক্তকে প্রতি মাসের ভাতা হিসাবে ৫,০০০ টাকা দেওয়া হবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। ১৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। ২০২৬-এর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত নিযুক্তের প্রশিক্ষণ চলবে।