— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ইঞ্জিনিয়ারেরা পাবেন চাকরির সুযোগ। পুরুলিয়ার প্রশাসনিক দফতরের ওয়েবসাইটে এমন প্রার্থীদের নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, জেলার অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসি উন্নয়ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তিকে ওই পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে অন্তত দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
লিখিত পরীক্ষার মাধ্যমে ওই পদে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষায় উত্তীর্ণেরা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবেন। পুরুলিয়ার জেলা স্তরের নিয়োগ কমিটি প্রার্থীদের যোগ্যতা যাচাই করবেন। সংশ্লিষ্ট পদে নিযুক্তকে প্রতি মাসে ২৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
সশরীরে পুরুলিয়ার জেলার অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসি উন্নয়ন বিভাগে এসে আবেদনপত্র জমা দিতে হবে। ২ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন জানানোর সুযোগ রয়েছে। তবে শনি ও রবিবার এবং সরকারি ছুটির দিনে আবেদনপত্র জমা নেওয়া হবে না।