সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (সিএলআরআই)। ছবি: সংগৃহীত।
সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (সিএলআরআই)-এ চাকরির সুযোগ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর তরফে ওই প্রতিষ্ঠানে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের কলকাতার আঞ্চলিক অফিসে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। কাজের সুযোগ থাকবে প্রতিষ্ঠানের প্রজেক্ট অ্যাসোসিয়েট বিভাগে।
এই নিয়োগ প্রতিষ্ঠানের গবেষণার কাজে হবে। মোট শূন্যপদের সংখ্যা দু’টি। প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে লেদার টেকনোলজি, ফুট্অয়্যার টেকনোলজি, লেদার ডিজ়াইন, লেদার টেক্সটাইল, অ্যাক্সেসরিজ় ডিজ়াইন, ফ্যাশন ডিজ়াইন বিষয়ে স্নাতক হয়েছেন— এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও রসায়ন, পদার্থবিদ্যা, বায়োকেমিস্ট্রি, বায়োফিজ়িক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও আবেদন করতে পারবেন।
তবে, আবেদনকারীদের তিন বছরের গবেষণা কিংবা শিক্ষকতা বা স্কিল ট্রেনিং-এর অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে চামড়া কিংবা বস্ত্রবয়ন সংক্রান্ত বিষয়ে ওই অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্তদের ৩১ মার্চ, ২০২৬ থেকে এক বছর পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ২৫,০০০ থেকে ৩১,০০০ টাকা।
আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদনের ফর্মটি সংগ্রহ করে নিতে পারবেন। ওই ফর্ম এবং অন্য গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে সরাসরি ইন্টারভিউ-এর জন্য সিএলআরআই-এর কলকাতার দফতরে উপস্থিত থাকতে হবে। ১১ ডিসেম্বর ইন্টারভিউ হতে চলেছে।