— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনে কর্মখালি। সংস্থার পূর্বাঞ্চলীয় শাখায় হসপিট্যালিটি মনিটর পদে কর্মী প্রয়োজন। ম্যানেজমেন্ট স্নাতক কিংবা স্নাতকোত্তদের ওই পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ৫০টি।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৩০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট দু’বছরের চুক্তিতে কাজ চলবে। তবে, ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে।
হসপিট্যালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, কালিনারি আর্টস, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সায়েন্স, ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজ করার সুযোগ পাবেন।
প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। ৮-১০ ডিসেম্বর কলকাতার আইআরসিটিসি-র জ়োনাল অফিসে ইন্টারভিউ হতে চলেছে। ওই দফতরে প্রার্থীদের সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে।