WBPSC Recruitment 2025

অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরের আধিকারিক নিয়োগ, রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন নেবে পরীক্ষা ও ইন্টারভিউ

রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতর অধীনস্থ প্রতিষ্ঠানে অধিকর্তা নিয়োগ করা হবে। ওই পদে নিয়োগের জন্য পরীক্ষা এবং ইন্টারভিউ নেবে পাবলিক সার্ভিস কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ২০:১৬
Share:

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (ডব্লুবিপিএসসি)। ছবি: সংগৃহীত।

রাজ্যের কালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এ অধিকর্তা নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (ডব্লুবিপিএসসি) পরীক্ষা এবং ইন্টারভিউ নেবে ।

Advertisement

নৃতত্ত্ব, সমাজবিদ্যা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ডক্টরাল ডিগ্রি রয়েছে— এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অন্তত দশ বছর শিক্ষকতা কিংবা গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। রাজ্য ও তার পার্শ্ববর্তী এলাকার তফশিলি জাতি এবং উপজাতিভুক্তদের নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনমূল্য ২১০ টাকা।

Advertisement

৩ ডিসেম্বর পর্যন্ত ডব্লুবিপিএসসি-র ওয়েবসাইট মারফত আবেদনপত্র পাঠানো যাবে। উল্লিখিত পদে একজনকেই নিয়োগ করা হবে। তাঁর প্রতি মাসের বেতনক্রম ৯৫,১০০ থেকে ১,৪৮,০০০ টাকা হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement