Civil Judge Recruitment 2025

ডিসেম্বরে সিভিল জজ নিয়োগের পরীক্ষা, সূচি প্রকাশ করল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (ডব্লিউবিপিএসসি)-এর আওতায় ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এগ্জ়ামিনেশনের মাধ্যমে জুনিয়র ডিভিশন সিভিল জজ নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৭:৫৮
Share:

ছবি: সংগৃহীত।

২০২৩ এবং ২০২৪ মিলিয়ে ১০৮টি শূন্যপদে জুনিয়র ডিভিশন সিভিল জজ নিয়োগের পরীক্ষা হতে চলেছে রাজ্যে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (ডব্লিউবিপিএসসি)-এর আওতায় ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এগ্জ়ামিনেশনের মাধ্যমে ওই পদে নিয়োগ করা হবে। ২০২৫-এর ৭ ডিসেম্বর এর প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে।

Advertisement

কলকাতায় সমস্ত জেলার পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। তবে, কালিম্পং, দার্জিলিং সদর, মিরিক এবং কার্শিয়াঙের পরীক্ষার্থীরা দার্জিলিং কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। প্রথমে এই পরীক্ষা ২০২৬-এর ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা জানানো হলেও ডব্লিউবিপিএসসি সদ্যই জানিয়েছে, ডিসেম্বরেই প্রিলিমিনারি নেওয়া হবে।

পরীক্ষার অ্যাডমিট কার্ড ২৫ নভেম্বর থেকে পাওয়া যাবে। শুধুমাত্র ডব্লিউবিপিএসসি-র ওয়েবসাইট থেকে ওই কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। ওই কার্ড ছাড়া পরীক্ষার হলে ঢোকার অনুমতি মিলবে না।

Advertisement

রাজ্যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে ওই পরীক্ষায় উত্তীর্ণেরা চাকরির সুযোগ পাবেন। তবে, ২০২৩ এবং ২০২৪-এ কোনও পরীক্ষা না হওয়ায়, ২০২৫-এ একসঙ্গে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে, সরকারি নিয়ম অনুযায়ী, কিছু পদ সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য বরাদ্দ থাকবে। নিযুক্তেরা ২৭,৭০০ থেকে ৪৪,৭৭০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement