Govt Jobs in Nadia

মাধ্যমিক পাশ করেছেন! নদিয়া স্বাস্থ্যজেলায় যোগদানের সুযোগ, কোন বিভাগে হবে পোস্টিং?

নদিয়া স্বাস্থ্যজেলার অধীনে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৪:২৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নদিয়া জেলায় কাজের সুযোগ। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে। নদিয়ার স্বাস্থ্য স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অফিসার, মেডিক্যাল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-সহ ৪৩টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ৬৯৭টি।

Advertisement

মাধ্যমিক পাশের পর যাঁরা চাকরির খুঁজছেন, তাঁরা স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, নবজাতকদের সহায়িকা পদে আবেদনের সুযোগ পাবেন। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, কুক কাম কেয়ারটেকার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিক্যাল টেকনোলজিস্ট পদে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের নিয়োগ করা হবে।

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের ফার্স্ট রেফারেল ইউনিট, সিনিয়র মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। এ ছাড়াও কাউন্সেলর, কমিউনিটি নার্স, স্টাফ নার্স পদে নার্সিংয়ে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফরি (জিএনএম), অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (এএনএম), ব্যাচেলর ইন সায়েন্স (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন— এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে।

Advertisement

নিযুক্তদের জন্য প্রতিদিন ১,০০০ টাকা থেকে প্রতি মাসে ৬০,০০০ টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদন ২৮ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement