অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস), কল্যাণী। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনার পর বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার জন্য পোস্ট-ডক্টরাল সার্টিফিকেট কোর্স (পিডিসিসি) করতে হয়। ওই কোর্সের অধীনে ফরেন্সিক ট্রমোটোলজি, হ্যান্ড মাইক্রোসার্জারি, অ্যাডিকশন সাইকিয়াট্রি, ট্রমা অ্যানাস্থেশিয়া বিষয়গুলি পড়ানো হয়ে থাকে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস), কল্যাণী-র তরফে ওই কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্র বা রাজ্য সরকারি প্রতিষ্ঠান থেকে অনুদান পাচ্ছেন, এমন পড়ুয়াদের জন্য ১২টি আসন বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও ২৫টি অসংরক্ষিত আসনও রয়েছে এমস কল্যাণীতে।
কী কী বিষয় পড়ানো হবে?
রিজিওনাল অ্যানাস্থেশিয়া, বায়োকেমিক্যাল অ্যান্ড মলিকিউলার জেনেটিক্স, ফেসিয়াল প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকশন সার্জারি, হ্যান্ড মাইক্রোসার্জারি, কর্নিয়া অ্যান্ড অ্যান্টেরিয়র সেগমেন্ট, মেডিক্যাল রেটিনা, অ্যাডিকশন সাইকিয়াট্রি, ট্রমা অ্যানাস্থেশিয়া, নিউরো-অ্যানাস্থেশিয়া, পেডিয়াট্রিক অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি, চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি, ইমার্জেন্সি ক্রিটিক্যাল কেয়ার-সহ আরও বিষয়।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
কারা পড়তে পারবেন?
ডক্টর অফ মেডিসিন (এমডি), মাস্টার অফ সার্জারি (এমএস) ডিগ্রি বা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) পাশ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত কোর্সে ভর্তি হতে পারবেন। প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
কী ভাবে ভর্তি নেওয়া হবে?
প্রবেশিকার মাধ্যমে প্রার্থীদের মেধা এবং যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
ভর্তি হওয়ার খরচ:
ভর্তি হওয়ার জন্য রেজিস্ট্রেশন ফি হিসাবে ২৫ টাকা, টিউশন ফি হিসাবে ১,০৫০ টাকা, ল্যাব ফি ১২০-সহ মোট ৩,৩৭৫ টাকা খরচ করতে হবে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১,০০০ টাকা।
কী ভাবে আবেদন করবেন?
অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২১ নভেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ ২ ডিসেম্বর হতে চলেছে। এর পর প্রবেশিকা নেওয়া হবে।