আকাশবাণী কলকাতা। ছবি: সংগৃহীত।
আকাশবাণী কলকাতায় কর্মখালি। সংস্থার তরফে পার্ট টাইম করেসপন্ডেন্টস নিয়োগ করা হবে। তাঁদের বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতার দফতরে কাজ করতে হবে।
সাংবাদিকতা কিংবা মাস মিডিয়া বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অন্তত দু’বছর সাংবাদিকতার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ২৪ বছর থেকে ৫০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
সংস্থার স্থানীয় দফতর থেকে ১০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী ব্যক্তিদের ওই পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য তাঁদের কম্পিউটার এবং ওয়ার্ড প্রসেসিং সংক্রান্ত বিষয়ে জ্ঞান ও দক্ষতা থাকা আবশ্যক। প্রার্থীদের বাংলা, হিন্দি, নেপালি এবং ইংরেজিতে সাবলীল হতে হবে। বৈদ্যুতিন মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
আগ্রহীদের ডাকযোগে মুখবন্ধ খামে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ ডিসেম্বর। লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।