Government Internship 2025

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হবে ইন্টার্নশিপ, প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞেরা, ইঞ্জিনিয়ারিং শাখায় পাঠরতেরা পাবেন সুযোগ

সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর তরফে পড়ুয়াদের ইন্টার্নশিপ করানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১১:৩৩
Share:

রোবোটিক্স, স্মার্ট ফার্ম মেশিন, ইলেকট্রিক মোবিলিটি সংক্রান্ত বিষয়ে ইন্টার্নশিপ করার সুযোগ। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

রোবোটিক্স, স্মার্ট ফার্ম মেশিন, ইলেকট্রিক মোবিলিটি সংক্রান্ত বিষয়ে দক্ষতা বৃদ্ধি করতে চান? এই বিষয়ে শেখার সুযোগ দিচ্ছে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। দু’মাসের একটি ইন্টার্নশিপের মাধ্যমে উল্লিখিত বিষয়ে শেখার সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারিং শাখায় পাঠরত পড়ুয়ারা।

Advertisement

মেকানিক্যাল, প্রোডাকশন, মেটিরিয়ালস, এনভায়রনমেন্টাল, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষে পাঠরতেরা ওই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। তাঁদের প্রথম বর্ষের বা সেমেস্টারের পরীক্ষায় ৭.০ সিজিপিএ স্কোর থাকতে হবে।

তবে, এই ইন্টার্নশিপে স্নাতকোত্তর স্তরের রসায়ন কিংবা এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে প্রথম বর্ষে পাঠরতেরাও যোগদানের সুযোগ পাবেন। তাঁদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

Advertisement

২০২৬-এর ১ জানুয়ারি থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত ইন্টার্নশিপটি চলবে। যোগদানকারীরা ইন্টার্নশিপ শেষে একটি শংসাপত্র পাবেন। ইন্টার্নশিপ চলাকালীন যোগদানকারীদের ভাতা হিসাবে পাঁচ হাজার টাকা দেওয়া হবে। এ জন্য অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে পারবেন।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। কে কোন বিষয়ে এবং কোন মেন্টরের অধীনে ইন্টার্নশিপ করতে চান, তা আগে থেকে ই-মেল মারফত জানিয়ে রাখতে পারবেন। এর জন্য তাঁদের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর ওয়েবসাইট-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement