বিদ্যুৎ ভবন। ছবি: সংগৃহীত।
এমবিএ ডিগ্রি থাকলে পেতে পারেন কাজের সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থা নিয়োগ করবে। এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং শাখার ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরাও চাকরির সুযোগ পাবেন।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, পার্সোনাল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও কস্ট অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরাও ওই পদে কাজের সুযোগ পাবেন। এই পদে মোট ৪৬ জনকে নিয়োগ করা হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫৬,১০০ থেকে ১,৬০,৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। তাঁদের নাম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট-এ নথিভুক্ত থাকা প্রয়োজন। ওই পদে ৪০১ জনকে নিয়োগ করা হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৬,৮০০ থেকে ১,০৬,৭০০ টাকা।
প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মাধ্যমে পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ৯০ মিনিটের পরীক্ষা ইংরেজিতে দিতে হবে।
আগ্রহীদের অনলাইনে ২৭ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের জন্য বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর জমা দেওয়া আবশ্যক। আবেদনমূল্য হিসাবে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা ধার্য করা হয়েছে।