Research Associate Recruitment 2025

রসায়নে উচ্চশিক্ষার পর গবেষণা! উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দেবে সুযোগ, আবেদন করবেন কী ভাবে?

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ করা হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৭:৪২
Share:

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। বিশ্ববিদ্যালয়ের অ্যানালিটিক্যাল ল্যাবরেটরিতে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। ওই কাজের জন্য একজন ব্যক্তিকে প্রয়োজন।

Advertisement

৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত চুক্তির ভিত্তিতে রিসার্চ অ্যাসোসিয়েট পদে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যানালিটিক্যাল ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্র ব্যবহার এবং তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে নিযুক্তকে।

রসায়ন, এগ্রিকালচারাল কেমিক্যাল, এগ্রিকালচারাল কেমিস্ট্রি-র মধ্যে যে কোনও একটি বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তবে, স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এবং পেস্টিসাইড রেসিডিউ অ্যানালিসিস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে— তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৯ ডিসেম্বর ইন্টারভিউ হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement