JRF Recruitment 2025

গবেষক খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা পেতে পারেন ফেলোশিপের সুযোগ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং থেকে জুনিয়র রিসার্চ ফেলোশিপের সুযোগ পাবেন স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৪:১১
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং। ছবি: সংগৃহীত।

ভারতীয় মহাকাশ গবেষণাকেন্দ্রে গবেষণার সুযোগ। ওই কেন্দ্র অধীনস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং-এ জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১১।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো পদে ওয়াটার রিসোর্সেস, হাইড্রোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, রিমোট সেন্সিং, জিয়োইনফরমেটিক্স, জিয়োলজি, জিয়োফিজ়িক্স, অ্যাপ্লালেড জিয়োলজি, আর্থ সায়েন্স, জিয়োইনফরমেটিক্স, জিয়োমেটিক্স, এগ্রিকালচারাল মেটিরোলজি, ফরেস্ট্রি, ইকোলজি কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন।

প্রার্থীদের স্নাতকোত্তর স্তরে ৬৫ শতাংশের বেশি নম্বর থাকা বাঞ্ছনীয়। তাঁদের পাইথন, সি, ফোরট্যান-এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ়-এর জ্ঞান, রিমোট সেন্সিং নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিটিউড টেস্ট (জিপ্যাট) অথবা জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট) উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে ২৮ বছর বয়সিদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। জেআরএফ হিসাবে নিযুক্তদের ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ১৪ ডিসেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement