কলকাতা শিপ রিপেয়ার ইউনিট। ছবি: সংগৃহীত।
কর্মী নিয়োগ করবে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ওই সংস্থার কলকাতা শিপ রিপেয়ার ইউনিট-এ ডেপুটি ম্যানেজার পদে কর্মী প্রয়োজন। তবে, নিযুক্তকে কোচিন শিপইয়ার্ড লিমিটেড-এর অন্য কোনও দফতরেও কাজ করতে হতে পারে। ওই পদে একজনকে নিয়োগ করা হবে।
নাভাল আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। তাঁদের সরকারি বা বেসরকারি শিপইয়ার্ড, মেরিন ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে অন্তত ৭ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
এ ছাড়াও তাঁদের শিপইয়ার্ড-এর ডকিং, আনডকিং-এর কাজে দক্ষতা থাকা প্রয়োজন। প্রার্থীদের হিন্দি, বাংলা ভাষায় সাবলীলও হতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ১,০৮,৪০০ টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।
প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশেষজ্ঞেরা। অনলাইনে আবেদনের সুযোগ পাবেন আগ্রহীরা। আবেদনমূল্য ১,০০০ টাকা। আবেদনের শেষ দিন ১৫ ডিসেম্বর।