সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে স্নাতকদের গবেষণার সুযোগ দেওয়া হবে। ওই সংস্থার একটি প্রকল্পে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) আর্থিক অনুদান দেবে। তাতেই প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে স্নাতকদের আবেদন চাওয়া হয়েছে।
সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এ ফাইবার লেজ়ার নিয়ে গবেষণার কাজ চলছে। ওই প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। শূন্যপদ একটি।
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ফোটোনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, অপটিক্স অ্যান্ড অপটো-ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েড অপটিক্স কিংবা সমতুল বিষয়ে স্নাতকদের উল্লিখিত পদে নিয়োগ করা হবে।
তবে পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, ফটোনিক্স-এর মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও আবেদনের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের ইলেকট্রোম্যাগনেটিসম থিয়োরি, অপটিক্যাল ফাইবার অ্যান্ড লেজ়ার সম্পর্কে ওয়াকিবহাল হওয়া প্রয়োজন। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নিযুক্তকে প্রতি মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। ওই কাজের জন্য ১২ মাস অর্থাৎ এক বছরের চুক্তিতে বহাল রাখবে ওই সংস্থা। আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। এর জন্য ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন পাঠানো প্রয়োজন।