ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা। নিজস্ব চিত্র।
কলকাতার সরকারি হাসপাতালে কর্মী প্রয়োজন। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতার একটি প্রকল্পে কর্মখালি রয়েছে। ওই প্রকল্পে ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটর পদে যোগ্য প্রার্থী প্রয়োজন। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বাংলা ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন। শূন্যপদ দু’টি।
এ ছাড়াও বায়োলজিক্যাল সায়েন্সেস, ফার্মাসি বিষয়ে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি থাকা প্রয়োজন। তবে, তাঁদের ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটর হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও কম্পিউটার সফট্অয়্যার নিয়ে কাজের দক্ষতা থাকা চাই।
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।
নিযুক্তকে কাজের জন্য অন্যত্র যাতায়াতও করতে হবে। তাই বাংলা ভাষায় স্পষ্ট ভাবে কথোপকথনের দক্ষতা থাকা দরকার। আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন সংক্রান্ত আরও তথ্যের জন্য হাসপাতালের ওয়েবসাইটে (ipgmer.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আবেদনের শেষ দিন ১২ ডিসেম্বর।