— প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাজ্যের স্বাস্থ্য বিভাগে পরামর্শদাতা প্রয়োজন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে ওই পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। শূন্যপদ একটি।
ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যাশনাল আরবান মিশনের অধীনে স্টেট কনসালট্যান্ট পদে কর্মী প্রয়োজন। নিযুক্তকে ওই প্রকল্পের স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট-এর অধীনে পরামর্শদাতা হিসাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বাংলা কিংবা রাজ্যের অন্য স্থানীয় ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন। স্থানীয় বাসিন্দাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
সমাজবিজ্ঞান, সোশ্যাল ওয়ার্ক-এর মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের মেধা ও অভিজ্ঞতা কম্পিউটার টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবে বিশেষজ্ঞ কমিটি। নিযুক্তকে প্রতি মাসে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্রের মতো নথি-সহ আবেদনপত্র অনলাইন মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের জন্য ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকছে। ওই পদে নিয়োগ সংক্রান্ত অন্য শর্তাবলি জেনে নিতে হলে মূল বিজ্ঞপ্তিটি রাজ্যের স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট (wbhealth.gov.in) থেকে দেখে নিতে পারেন।