হলদিয়ার তেল শোধনাগারে প্রশিক্ষণের জন্য শিক্ষানবিশ প্রয়োজন। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এ শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) দরকার। তাঁদের হলদিয়ার তেল শোধনাগারে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট শূন্যপদ ২১৬টি।
গণিত, বাণিজ্য, পদার্থবিদ্যা, রসায়ন, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়াও কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত বিভাগে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
পাশাপাশি, দ্বাদশ উত্তীর্ণেরাও শিক্ষানবিশের প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৪ বছর হওয়া প্রয়োজন। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে আগে প্রশিক্ষণ নিয়েছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন না। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষানবিশরা সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের ভাতা পাবেন। স্নাতক বা ডিপ্লোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আবেদনকারীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য পোর্টাল ১৮ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের নাম ২৭ ডিসেম্বর প্রকাশ করা হবে। কী ভাবে আবেদন করতে হবে, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।