প্রতীকী চিত্র
শারদোৎসব মানেই ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, অথবা হাওয়া বদল। অনেকে সকাল থেকে রাত পর্যন্ত প্যান্ডেল হপিংয়ে ব্যস্ত থাকেন, কেউ আবার কয়েক দিনের জন্য শহরের বাইরে চলে যান। কিন্তু এই আনন্দের মাঝেই ফাঁকা বাড়ি হয়ে উঠতে পারে দুশ্চিন্তার কারণ। অসৎ লোক ঠিক এই সুযোগটারই অপেক্ষায় থাকে। তাই উৎসবের আগে বাড়তি সতর্কতা নিতেই হবে।
বাড়ি নিরাপদ রাখতে প্রথমেই দরজা-জানালার লক ভাল করে চেক করুন। ডাবল লক সিস্টেম থাকলে সব চেয়ে ভাল। পুরনো বা নড়বড়ে লক হলে আগে থেকেই বদলে নিন। আজকাল ডিজিটাল সিকিউরিটিও ভরসাযোগ্য—স্মার্ট লক, সিসিটিভি ক্যামেরা বা মোশন সেন্সর লাইট ব্যবহার করতে পারেন।
আজকাল প্রযুক্তি অনেক এগিয়েছে। বাড়ির বাইরে স্মার্ট ডোর লক বা সিসিটিভি ক্যামেরা থাকলে মন্দ হয় না। এগুলি আপনার মোবাইলের সঙ্গে সংযুক্ত থাকে, ফলে আপনি পাহাড়ে বা সমুদ্রের পাড়ে বসেও বাড়ির উপর নজরদারি করতে পারবেন। বারান্দা বা দরজার বাইরে একটা মোশন সেন্সর লাইট থাকলে আরও ভাল। আলোর হঠাৎ উপস্থিতি দেখলে, দুষ্কৃতীরা সাধারণত পিছু হটে।
যদি লম্বা সময়ের জন্য বাড়ি ছাড়েন, তবে সব থেকে বিশ্বাসযোগ্য প্রতিবেশী বা নিকটাত্মীয়কে অবশ্যই জানিয়ে যান। তাঁদের বলুন যেন দিনে অন্তত এক বার বাড়ির চার পাশে একটু চোখ বুলিয়ে নেন। এতে বাইরে থেকে মনে হবে না যে বাড়িটা একে বারে নিষ্ক্রিয় অবস্থায় আছে। পাশাপাশি ঘর থেকে বেরোনোর আগে টিভি, গিজার, ফ্যান সব বন্ধ করুন। শর্ট সার্কিটের ঝুঁকি কমবে।
দীর্ঘ দিনের জন্য বাইরে গেলে অনেকেই সব জানালা বন্ধ করে দেন। এতে উল্টে মনে হতে পারে বাড়ি ফাঁকা। বরং জানালা-পর্দা স্বাভাবিক রাখুন। সব চেয়ে বুদ্ধিমানের কাজ হল, একটি টাইমার লাইট ব্যবহার করা, যা সন্ধ্যার পর নির্দিষ্ট সময় পর্যন্ত স্বয়ংক্রিয় ভাবে জ্বলে উঠবে। এতে বাইরে থেকে দেখলে মনে হবে, বাড়ির ভেতরে কেউ আছে। আর টাকা-গয়না, এইগুলি অবশ্যই ব্যাংকের লকারে রাখা সব চেয়ে নিরাপদ।
সব শেষে খেয়াল রাখুন, সোশ্যাল মিডিয়ায় প্যান্ডেল হপিং বা ট্রিপের পোস্ট যেন বিপদ ডেকে না আনে। কারণ এই তথ্য অচেনা লোকের কাছেও পৌঁছতে পারে। জরুরি নম্বরও আগে থেকে হাতের কাছে রাখুন। উৎসবের আনন্দে বাড়ির চিন্তা মাথায় না ঘোরাতে চাইলে, এই সামান্য সাবধানতাই যথেষ্ট।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।