Hygiene tips

ঠাকুর দেখতে বেরিয়ে বাইরের শৌচাগার ব্যবহার? সংক্রমণ এড়াতে পুজোয় কী করবেন

পুজোর ঘোরাঘুরি মানেই সারা দিন জুড়ে ঘরমুখো না হওয়া। তবে সারা দিন বাইরে থাকলে শৌচাগারের প্রয়োজন তো পড়বেই। সে ক্ষেত্রে সচেতন থাকাটা জরুরি।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৫
Share:

প্রতীকী চিত্র

পুজোর ঘোরাঘুরি মানেই সারা দিন জুড়ে ঘরমুখো না হওয়া। তবে সারা দিন বাইরে থাকলে শৌচাগারের প্রয়োজন তো পড়বেই। সে ক্ষেত্রে সচেতন থাকাটা জরুরি। শৌচাগার যতই আপাত ভাবে পরিষ্কার, পরিচ্ছন্ন হোক না কেন, বাড়তি সতর্কতা নিতেই হবে। না হলে জীবাণু সংক্রমণে ঝুঁকি থেকেই যাবে। তা এড়াতে অভ্যাসে আনুন কিছু বদল।

Advertisement

বাইরে বেরোলে সঙ্গে নিন জীবাণুনাশক স্প্রে। বাইরের শৌচাগার ব্যবহার করার আগে বা কমোডে বসার আগে তার চারপাশে ওই স্প্রে ছড়িয়ে দিন। এতে মূত্রাশয়ের সংক্রমণ ঠেকানো যায়।

তা না হলেও কমোডে বসার আগে টিস্যু দিয়ে জায়গাটি পরিষ্কার করে নিতে পারেন। বা ওই টিস্যু ভাল ভাবে রেখে তার উপর বসুন। এতে সরাসরি ত্বকের সংস্পর্শ এড়ানো যায়।

Advertisement

বাইরের শৌচাগার ব্যবহারের আগে কমোড বা প্যান ভাল করে জল দিয়ে ধুইয়ে ব্যবহার করুন। পরের মতোই, ব্যবহারের আগেও ফ্লাশ করতে ভুলবেন না

শৌচাগার ব্যবহারের সময়ে অনেকেরই দীর্ঘ ক্ষণের সঙ্গী তাঁদের ফোন। এই অভ্যাস কিন্তু ডেকে আনতে পারে শরীরে রোগ-ব্যাধি। কারণ দীর্ঘ ক্ষণ শৌচাগারে সময় কাটালেও জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে।

শৌচাগার ব্যবহারের পরে হাত ধোয়ার অভ্যাস করুন এখন থেকেই। শৌচাগার থেকে বেরিয়ে অন্তত ২০ থেকে ৩০ সেকেন্ড সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করুন। সঙ্গে স্যানিটাইজ়ার থাকলে তা ব্যবহার করুন অবশ্যই।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement