প্রতীকী চিত্র
পুজো শুরু হওয়ার আগেই অনলাইন কেনাকাটার সাইটগুলোতে ভিড়। নতুন জামাকাপড়ের সঙ্গে উপচে পড়ছে জুতোর চাহিদাও। সে না হয় নতুন জুতো পরে বেরোলেন। সারা দিন ঘুরলেন। তার পরে ফোস্কা পায়ে নিয়ে বাড়ি ঢুকলেন! তখন কী হবে? পরের দিনের ঘোরাটা কি মাঠেই মারা যাবে? ঘাবড়াবেন না। সহজ কিছু টোটকা মাথায় রাখলেই মিলবে সমাধান।
নতুন জুতো পায়ে গলানোর আগে গোড়ালি, আঙুলের পাশে ভাল করে কোনও ময়শ্চারাইজার অথবা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। বাড়িতে সে সব না থাকলে হাতের কাছে নারকেল তেল তো পাবেনই। তারই প্রলেপ লাগিয়ে নিন পায়ে। পিচ্ছিল ত্বকে চাপ বা ঘষা লেগে ফোস্কা পড়ার আশঙ্কা কম।
এই একই জিনিস করতে পারেন জুতোর ক্ষেত্রেও। সাধারণত যে অংশে চাপ বেশি, সেখানে যদি জুতোর চামড়া খুব মোটা হয়, তা হলেই ফোস্কা পড়ার সমস্যা দেখা দেয়। জুতোর ওই অংশগুলিতেও পেট্রোলিয়াম জেলি বা তেল মাখিয়ে রাতভর রেখে দিন। সকালে অনেকটা উপকার পাবেন।
ফোস্কা ত্বকের উপর একটা পাতলা আস্তরণ তৈরি করে। যা নীচের অংশটির রক্ষাকবচ হিসেবে কাজ করে। চেষ্টা করবেন সেটিকে যতটা সম্ভব না ফাটানোর। সূচ অথবা কোনও ধারালো বস্তু দিয়ে খোঁচা দেওয়ার কথা তো ভাববেনই না। ও নিজে থেকেই ঠিক হয়ে যাবে। ফোলা ভাব খুব বেশি বা আকারে বড় হলে এবং ব্যথা বাড়লে চিকিৎসকের পরামর্শ নিন।
কোনও কারণে ফোস্কা ফেটে গেলে, তৈরি হওয়া ক্ষতে ঘন ঘন হাওয়া লাগাবেন। এতে ফোস্কা খুব তাড়াতাড়ি শুকোবে। দিনে অন্তত এক বার ওই স্থানে অ্যালোভেরা জেল অথবা মধু্ লাগাতে পারলে তা আরও বেশি কার্যকরী। ক্ষতস্থানে ফোলা ভাব এবং জ্বালা কমাতে সাহায্য করে এটি।
ফোস্কার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম লাগাতে পারেন, অথবা ঢেকে রাখতে পারেন ব্যান্ড এড দিয়ে। এ ক্ষেত্রে ‘ডোনাট শেপড্’ ব্যান্ড এড খুবই আরামদায়ক।
বাড়ি ফিরে অন্তত ১০-১৫ মিনিট ঈষদুষ্ণ জলে পা ডুবিয়ে রাখুন। এতে জ্বালা ভাব অনেকটা কমে। পরে শুকনো এবং পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটি হালকা হাতে মুছে নিয়ে আবার পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন।
অ্যাপল সাইডার ভিনিগারের কার্যকারিতার কথা আগে জানতেন? ফোস্কা নিরাময়ে সাহায্য করে এটিও। এর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ সংক্রমণের হাত থেকে বাঁচায়। তুলোর মধ্যে অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে ক্ষত স্থানে হালকা ভাবে ধরুন। প্রথমে একটু জ্বালা করবে, কিন্তু পরে আরাম পাবেন। ফ্যাশনের স্বার্থে এইটুকু তো সহ্য করাই যায়!
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।