প্রতীকী চিত্র
মুখের রূপটান যতই ভাল হোক, গলার কাছে কালচে দাগের কারণে সাজের জৌলুস সবটাই ফিকে। অগত্যা ‘হাইনেক’ পোশাকই ভরসা। কিন্তু পুজোর ফ্যাশনের সঙ্গে সব ক্ষেত্রে কি এই সাজ যায়? গলা ও ঘাড়ের কাছে কালচে দাগকে অনেকেই জমে থাকা ময়লা ভেবে ভুল করেন। ঘটনাটা কিন্তু তা নয়। ত্বকে মেলানিন রঞ্জকের মাত্রা কমবেশি হওয়ার কারণেই এমনটা হয়। কোনও সাবান অথবা রাসায়নিকযুক্ত প্রসাধনী দিয়ে তা দূর করতে গেলে বিপদ আরও বাড়বে বই কমবে না। তা হলে কী ভাবে প্রাকৃতিক উপায়ে দূর করবেন এই অবাঞ্ছিত কালচে দাগ?
ত্বকের জন্য অলিভ অয়েল, আমন্ড অয়েল খুবই কার্যকরী। হাতে সময় নিয়ে ১০-১৫ মিনিট তা গলায় ও ঘাড়ে মালিশ করুন। নারকেল তেলও ব্যবহার করতে পারেন।
কাঠবাদাম ও দুধ দিয়ে ঘরোয়া স্ক্রাবার বানিয়ে ফেলতে পারেন। সেটি আলতো হাতে দাগের উপরে ঘষতে থাকুন। কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন স্নানের সময়ে। নিয়মিত ব্যবহারে সুফল মিলবে।
জলের সঙ্গে অ্যাপ্ল সাইডার ভিনিগার মিশিয়ে গলায় লাগালে দাগ-ছোপ উঠে যেতে পারে।
এ ক্ষেত্রে ডিমের সাদা অংশও কার্যকরী। সঙ্গে সামান্য মধু মিশিয়ে গলায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। কালচে দাগের সমস্যা অনেকটাই দূর হবে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।