Glycerin benefits for skin

গ্লিসারিনেই ত্বক হবে কাঁচের মতো দাগহীন-উজ্জ্বল, কী ভাবে ব্যবহার করবেন?

দুর্গাপুজো তো এসেই গেল। এ বার পুজোর আগে কি ‘গ্লাস স্কিন’ চান? গ্লিসারিনের সঙ্গে কী মেশাবেন? কী ভাবে পাবেন এই ত্বক? জেনে নিন।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৮
Share:
০১ ১০

দুর্গাপুজো মানেই নতুন সাজ, নতুন পোশাক আর সেই সঙ্গে ঝলমলে ত্বক। এই বছর পুজোয় যদি কোরিয়ান বিউটি ট্রেন্ড 'গ্লাস স্কিন'-এর মতো মসৃণ এবং উজ্জ্বল ত্বক পেতে চান, তা হলে আপনার বিউটি রুটিনে গ্লিসারিন যোগ করা জরুরি। গ্লিসারিন এক অসাধারণ ময়েশ্চারাইজ়ার, যা ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে। পুজোর আগে প্রতি দিন এর সঠিক ব্যবহার আপনাকে দেবে কাঙ্ক্ষিত উজ্জ্বল ত্বক।

০২ ১০

গ্লিসারিন ও গোলাপ জল: পুজোয় নিখুঁত ত্বক কাঁচের মতো দাগহীন, উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য সব চেয়ে কার্যকর এবং সহজ টোটকা হল গ্লিসারিন এবং গোলাপ জলের মিশ্রণ ব্যবহার করা। এটি ত্বকের গভীরে গিয়ে ময়েশ্চারাইজ় করে এবং পিএইচ ভারসাম্য বজায় রাখে।

Advertisement
০৩ ১০

কী ভাবে ব্যবহার করবেন: একটি কাঁচের বোতলে ২ ভাগ গ্লিসারিন এবং ৮ ভাগ গোলাপ জল নিন। ভাল ভাবে মিশিয়ে নিন। প্রতি দিন রাতে ঘুমোনোর আগে মুখ ভাল ভাবে পরিষ্কার করে এই মিশ্রণটি তুলার সাহায্যে মুখে লাগান। এটি মুখে লাগানোর পর আলতো ভাবে মালিশ করুন যাতে ত্বকে ভাল ভাবে মিশে যায়। এই মিশ্রণটি নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক হবে নরম, মসৃণ এবং কাঁচের মতো উজ্জ্বল।

০৪ ১০

গ্লিসারিনের সঙ্গে অন্য উপকরণ: গ্লিসারিনের সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে আপনি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন:

০৫ ১০

গ্লিসারিন ও লেবুর রস: যদি আপনার ত্বক শুষ্ক হয়, তা হলে গ্লিসারিনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন। এটি ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে। তবে সংবেদনশীল ত্বকের জন্য এটি ব্যবহার না করাই ভাল।

০৬ ১০

গ্লিসারিন ও অ্যালোভেরা জেল: তৈলাক্ত ত্বক বা ব্রণের সমস্যা থাকলে অ্যালোভেরা জেলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং গ্লিসারিন আর্দ্রতা বজায় রাখে।

০৭ ১০

গ্লিসারিন ও ভিটামিন ই: ভিটামিন ই ক্যাপসুল থেকে তরল বার করে গ্লিসারিনের সঙ্গে মিশিয়ে চোখের নিচে বা ত্বকের শুষ্ক অংশে ব্যবহার করলে এটি বলিরেখা এবং শুষ্কতার সমস্যা দূর করতে সাহায্য করে।

০৮ ১০

মনে রাখুন: অতিরিক্ত ব্যবহার নয়: গ্লিসারিন খুব ঘন একটি উপাদান, তাই এটি সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত নয়। সব সময় এটি গোলাপ জল বা অন্য কোনও উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।

০৯ ১০

সকালে পরিষ্কার: রাতে গ্লিসারিন মিশ্রণটি ব্যবহার করার পর সকালে উঠে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। এতে ত্বক সতেজ থাকবে।

১০ ১০

এই সহজ এবং কার্যকরী টিপ্‌সগুলি অনুসরণ করে পুজোর আগে আপনার ত্বককে 'গ্লাস স্কিন'-এর মতো উজ্জ্বল করে তুলুন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement