প্রতীকী চিত্র।
সাজে থাকুক ঐতিহ্যের ছোঁয়া। এই ধনতেরসে প্রতিটি সংসারে আসুক ‘শগুন’। ‘সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস’-এর নতুন প্রচারমূলক ক্যাম্পেইনটি যেন সেই বার্তাই দেয়। প্রতি বছরই উৎসবের মরসুমে ক্রেতাদের জন্য নতুন উপহার নিয়ে আসে এই গহনা প্রস্তুতকারক সংস্থা। এই বারও এর অন্যথা হল না। ধনতেরস উপলক্ষে বাজারে নতুন সাজ সম্ভার নিয়ে হাজির তারা। তারই নাম হল ‘শগুন কালেকশন’। সোনা, হিরের গহনার সঙ্গে মুখরিত হোক এই উৎসবের মরসুম।
‘সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস’-এর এই প্রচারমূলক ঝলকে নতুন অবতারে ধরা দিলেন কিয়ারা আডবাণী। তবে অভিনেত্রী হিসেবে নয়, তিনি প্রতিটা পারিবারিক মুহূর্তকে জুড়লেন সম্পর্কের উষ্ণতা, ভালবাসা ও ঐতিহ্যের মোড়কে। ঠিক যেমন ‘সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস’-এর মতোই।
এই সংস্থার মার্কেটিং ও ডিজ়াইন বিভাগের প্রধান জয়িতা সেন বলেন, “ধনতেরাস আনন্দ, ভালবাসা এবং নতুন শুরুর সময়—এমন একটি মরসুম যা পরিবারগুলিকে একত্রিত করে তোলে। ‘শগুন’-এর প্রতিটি অলঙ্কার এই আবেগকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।”
এই কালেকশনের সোনা, হিরে, অ্যান্টিক, পোলকি ডিজ়াইনে গড়া গহনা দিয়েই শুরু হোক শুভর সূচনা। এ ছাড়াও থাকছে ‘এভারলাইট’-এর ‘লোটাস’ কালেকশন থেকে শুরু করে ‘গসিপ সিলভার এন্ড ফ্যাশন জুয়েলারি’র ‘তত্ত্ব’ কালেকশন, পুরুষদের জন্য ‘অহম’ কালেকশন এবং হৃদয়ের আকারের হিরের গহনাও।
এই হিরে গহনায় থাকছে ১৫ শতাংশ ছাড়। পাশাপাশি সোনা কিনলেই প্রতি গ্রামে পাওয়া যাবে ৭০০ থেকে ১০০০ শতাংশ ক্যাশব্যাক। উপরন্তু সোনার এক্সচেঞ্জে ১০০ শতাংশ ভ্যালু। ভাবা যায়! তা হলে আর দেড়ি কীসের? আলোর উৎসবে ঘরে আনুন ‘শগুন’। কেনাকাটাও হোক মনের মতো।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।