পুজোর দিন মানেই সকাল থেকে রাত পর্যন্ত সেজেগুজে, আলোর মেলায় প্যান্ডেল হপিং। ঘরে ফিরতে ফিরতে শরীর জুড়ে ক্লান্তি নামে, চোখে আসে ঘুম। ইচ্ছে হয়, পোশাকটা কোনও মতে ছেড়ে কেবল বিছানায় গা এলিয়ে দিতে। কিন্তু মন যা চায়, শরীর কি সব সময় তা মেনে চলে? ক্লান্তি যতই হোক, মেকআপ না তুলে ঘুমিয়ে পড়া ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। মনে রাখতে হবে, ত্বকেরও বিশ্রাম দরকার হয়।
মেকআপের স্তর যদি সারা রাত ত্বকে লেগে থাকে, রন্ধ্রগুলি বন্ধ হয়ে যায়। এর ফলেই দেখা দেয় ব্রণ, ‘ব্ল্যাকহেডস’, র্যাশ, এমনকি ত্বক নিস্তেজ আর শুষ্ক হয়ে পড়ে।
শুধু তাই নয়, চোখের মেকআপ উঠে না গেলে সংক্রমণ, জ্বালা, এমনকি ‘স্টাই’ পর্যন্ত হতে পারে।
কী ভাবে সঠিক ভাবে পরিষ্কার করবেন? প্রথম ধাপ, ‘মাইসেলার’ জল। এটি মেকআপ, ধুলোবালি, সানস্ক্রিনের অবশিষ্টাংশ সবটুকু আলতো করে মুছে দেয়।
এর পরেই দরকার ‘ডাবল ক্লেনজ়িং’—একটি কোমল ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া। এতে রন্ধ্রগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়।
চোখের সাজ তুলতে হবে আলাদা যত্নে। তুলো ভিজিয়ে হালকা টানে মুছে ফেলুন লাইনার, মাসকারা, আইশ্যাডো।
ঠোঁটে লেগে থাকা গাঢ় লিপস্টিকও পরিষ্কার করুন মেকআপ রিমুভার বা নারকেল তেলের সাহায্যে।
সবশেষে অবশ্যই লাগাতে হবে ‘ময়শ্চারাইজ়ার’ ও ‘সিরাম’—যা ত্বককে আবার সতেজ করে তোলে।
কিছু বাড়তি যত্নও কাজে দেবে। চাইলে মেকআপ তুলবার আগে নিতে পারেন ফেসিয়াল স্টিম, এতে ত্বক নরম হবে।
আর মনে রাখবেন, জোরে ঘষাঘষির থেকে একদম দূরে থাকবেন।
মুখের মেকআপ পরিষ্কার করার আগে সামান্য গরম জলের ভাপ নিলে কাজটা আরও সহজ হয়ে যাবে। এতে ত্বক নরম হবে, আর মেকআপও সহজে উঠে যাবে। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )