Durga Puja 2022

আপনার রুচিবোধের পরিচয় দেবে ঘরের বিছানার চাদর

আপনার ঘর যদি হয় বেশ প্রশস্ত, তাহলে বড় বড় মোটিফের চাদর বেশ মানানসই। কাঠের রং বা বার্নিশ রঙের আসবাব থাকলে যে কোনও রঙের চাদর ব্যবহার করা যেতে পারে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ০৮:৪০
Share:

বিছানার চাদর হোক ছিমছাম

বিছানার চাদরের তাৎপর্য শুধুই আরামদায়ক নয় বরং আপনার বিছানার চাদর আপনার রুচিবোধের পরিচয় দিতে বিশেষ ভূমিকা পালন করে। তাই চাদর নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ের দিকে নজর দেওয়া প্রয়োজন। যেমন ধরুন বিছানার আয়তন, ঘরে থাকা আসবাবের ধরন, দরজা জানালার পর্দার রং ইত্যাদি।

Advertisement

বিছানার চাদরে থাকুক রাজকীয় মেজাজ

আপনার ঘর যদি হয় বেশ প্রশস্ত, তাহলে বড় বড় মোটিফের চাদর বেশ মানানসই। কারণ, ছোট মোটিফ অথবা হালকা রং চোখে পড়ে না প্রশস্ত ঘরে। ঘর ফাঁকা ফাঁকা মনে হতে পারে সেক্ষেত্রে। তাই বড় ঘরে রাখুন বড় মোটিফ ওয়ালা গাঢ় রঙের চাদর।

চাদরে জমকালো নকশাও মন্দ লাগবে না

এবার আসা যাক মাঝারি ধরনের ঘরের কথায়। মোটিফ যুক্ত চাদর ব্যবহার করা যায়। তবে জ্যামিতিক মোটিফ ওয়ালা চাদর বেশ মানানসই মাঝারি ঘরের জন্য। বড় ও মাঝারি ঘরের জন্য ক্যাটওয়াক বা এপ্লিকের চাদর নিতে পারেন।

Advertisement

আবার ধরুন আপনার ঘর ছোট অথবা ঘরে খুব বেশি আসবাব রয়েছে। তা হলে হালকা রঙের ছিমছাম চাদর ব্যবহার করতে পারেন। হালকা রঙের চাদরে ঘর প্রশস্ত দেখাবে। হালকা ব্লক কিংবা প্রিন্টের চাদর বাছাই করতে পারেন।

কাঠের রং বা বার্নিশ রঙের আসবাব থাকলে যে কোনও রঙের চাদর ব্যবহার করা যেতে পারে। আবার আসবাব যদি হয় কালো বা সাদা, তা হলে মানানসই রং ও প্যাটার্নের চাদর বাছাই করতে হবে। দেওয়ালের রঙের দিকটিও মাথায় রাখতে হবে চাদর নির্বাচনের সময়। যেমন ধরুন দেওয়ালের রং যদি হয় অফহোয়াইট, তা হলে যে কোনও রঙের চাদর মানিয়ে যায়। কিন্তু দেওয়ালের রং যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে চাদরের রং ও প্যাটার্নের দিকটি মাথায় রাখতে হবে।

অন্যদিকে পর্দার রঙের সঙ্গে চাদরের রঙের সামঞ্জস্য থাকলে ঘরে আসে এক অন্য লুক। বেশ কিছু অনলাইন শপ পর্দার সঙ্গে মিলিয়ে বিছানার চাদর তৈরি করছে আজকাল। নিউমার্কেট অথবা অনলাইন শপগুলিতে বিভিন্ন ডিজাইনের চাদর পেয়ে যাবেন। বাজারে প্রায় ৩০০ থেকে শুরু করে ১০-১২ হাজার টাকায় পাওয়া যাবে এই ধরনের চাদরগুলি।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের অংশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন