টি টেবিলের আভিজাত্যে নজর কাড়ুক অন্দরসজ্জা

চা গাছের গুঁড়ির উপরে পাটাতন বসানো রাজসিক চায়ের টেবিল এক সময়ে বহু বাঙালি বাড়ির শোভা ছিল।

Advertisement

সুদীপ ভট্টাচার্য

কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ১৪:৪৬
Share:

অন্দরসজ্জায় টি টেবিল যেমন খুব দরকারি এক আসবাব, তেমনই ঘরের সাজে আনতে পারে অন্য রকম মাত্রাও। টি টেবিল বা চা খাওয়ার জন্যে ব্যবহৃত টেবিল, মূলত এটুকুই। কিন্তু সামান্য এটুকুই তার পরিধি নয়। শুধু চা খাওয়া নয়, বেশির ভাগ বাড়িতে এর ব্যবহার এখন সোফার সামনে সেন্টার টেবিল হিসেবেও। তাই আজকাল টি টেবিল বলেন না প্রায় কেউই, সেন্টার টেবিলই নাম হয়ে গিয়েছে তার। ঘরের বাকি আসবাবের সঙ্গে সামঞ্জস্য রেখেই টি টেবিলের ডিজাইন বা তার ফিনিশিং করা হয়।

Advertisement

টি টেবিল বা সেন্টার টেবিল তৈরি করা যায় নানা ডিজাইন বা ভাবনায়। চা গাছের গুঁড়ির উপরে পাটাতন বসানো রাজসিক চায়ের টেবিল এক সময়ে বহু বাঙালি বাড়ির শোভা ছিল। পরিচিত কেউ চা বাগানের সঙ্গে যুক্ত থাকলে, সেখান থেকে গুঁড়ি আনিয়ে মিস্ত্রি দিয়ে টেবিল বানিয়ে নেওয়া হত। তার উপরে মূলত কাঠ দিয়ে পালিশ আর মেলামাইন করে দিয়ে তৈরি হয়ে যেত সাধের টি টেবিল। দোকানেও তা কিনতে পাওয়া যেত। সাজানো-গোছানো এই টি টেবিলগুলো ছিল একাধারে পারিবারিক আভিজাত্য এবং রুচির পরিচয়বাহী।

এর পরে এল চার পায়ার উপরে বানানো টি টেবিল। যার পায়াগুলো একটু ছড়ানো, উপরের টপটা বেশ চওড়া। মাঝখানে থাকত শেলফ। তাতে অনেকেই খবরের কাগজ থেকে বই, কিংবা দরকারি জিনিসপত্র রাখতেন।

Advertisement

যুগের সঙ্গে তাল মিলিয়ে টি টেবিলের ডিজাইন পাল্টে যেতে থাকে। ফাইবার বা প্লাস্টিকের টি টেবিল জনপ্রিয় হতে শুরু করে। সে সময়ের অনেক টি টেবিলই বহু বাড়িতে আছে। এ ছাড়াও পরে রট আয়রন বা স্টিলের টি টেবিলও ছড়িয়ে পড়তে থাকে চার দিকে।

চার পায়ার উপরে বানানো টি টেবিল।

আধুনিক টি টেবিল বা অধুনা সেন্টার টেবিল অন্দরসজ্জার অন্যতম অংশ। বিভিন্ন লেয়ারে, হরেক ডিজাইনে, ড্রয়ার বা চেস্ট অফ ড্রয়ার দিয়ে এই টেবিল সাজানো এখন। কোনও কোনও টি টেবিল মাটির সঙ্গে লাগোয়া থাকে। অর্থাৎ, তার কোনো পায়া থাকে না। মাটির উপরে শোয়ানো দু তিনটি লেয়ারে তৈরি হয় টি টেবিলগুলো। সঙ্গে থাকে ড্রয়ার। কিংবা চেস্ট অফ ড্রয়ারের উপর বানানো হয় টি টেবিল। এই ড্রয়ারে জিনিসপত্র রাখার অনেকখানি জায়গা থাকে।

বেত থেকে বাঁশ, কাঠ থেকে প্লাই, এমনকি গাছের গুঁড়িও- টি টেবিলের ডিজাইন আর মেটেরিয়ালের বৈচিত্র অনেক। আধুনিক অনেক টি টেবিল বা সেন্টার টেবিল ফাইবার দিয়ে তৈরি, রকমারি ডিজাইনের হয়। ভাবনা বা রং তার দেখার মতো। কোনওটার নীচের অংশে ফোয়ারা, কোনওটায় অ্যাকোয়ারিয়াম বসানো, কোথাও কচ্ছপের পিঠ যেন টেবিল- এমন নানা ডিজাইনে চোখ টানে টি টেবিলের সৌন্দর্য।

আর এমন একটা সুন্দর টেবিল ঘরে থাকলে? অন্দরসজ্জায় তাক লাগাবেন আপনিই!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন