Durga Puja 2022

ঘরেরও হোক পুজোর সাজ, নতুন পর্দা লাগাতে গেলে মাপ নেবেন কী করে?

এই পুজোর মরসুমেই নতুন পর্দায় সেজে উঠুক আপনার ঘর। তবে তার আগে মাথায় রাখুন কয়েকটি কথা।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৩:০০
Share:

প্রতীকী ছবি

পুজোয় শুধু নিজের বা পরিবারের জন্য নতুন জামা কিনলেই কি শেষ? নিজের বাড়িকেও তো খানিক নতুন সাজ দিতে হয়। বহুতল বাসস্থানের যুগে ফি বছর ঘর রঙ করার সুযোগ বা প্রয়োজন কমেছে। প্রশ্ন হল, তা হলে ঘর সাজাবেন কী করে? এর সহজতম উপায় হল জানলা-দরজায় পর্দা লাগানো এবং সময় বিশেষে তা পাল্টে দেওয়া।

Advertisement

পর্দা কি স্রেফ আপনার গৃহসজ্জার উপকরণ? মোটেই না। বরং তার রং, কাপড়ের চরিত্র বাছাই আপনার ব্যক্তিত্ব, রুচিবোধ সম্পর্কে যেমন বার্তা দিতে পারে, তেমনই আপনার ঘরেরও একটি ব্যক্তিত্ব রচিত হয় এর মাধ্যমে।

পর্দার রয়েছে নির্দিষ্ট কিছু উপযোগিতাও। ঘরের তাপমাত্রা, আলো চলাচল, ধুলো ও পোকামাকড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে পর্দা অত্যন্ত কার্যকরী।

Advertisement

তা হলে আর দেরি কীসের? এই পুজোর মরসুমেই নতুন পর্দায় সেজে উঠুক আপনার ঘর। তবে তার আগে মাথায় রাখুন কয়েকটি কথা:

প্রতীকী ছবি

১। পর্দা লাগাতে গেলে প্রথমেই যেটা দরকার, তা হল জানলার উপরে মাউন্ট রড বসানো। তার জন্য জরুরি জানলার যথাযথ মাপ নেওয়া।

২। জানলার মাপ দু’রকম ভাবে নেওয়া যায়: চওড়ায় বাইরের পরিধির মাপ আর ভিতরের দিকের প্রস্থের মাপ। দু’ট‌ি মাপই কাজে লাগে রড বসানোর জন্য।

৩। যদি জানলার ফ্রেমে রড বসাতে চান, তা হলে ভিতরে যতটা চওড়া, তার থেকে দু’পাশে দেড় করে মোট তিন ইঞ্চি বেশি হিসেব করতে হবে। আর যদি জানলার ফ্রেম থেকে কিছুটা উঁচুতে, দেওয়ালে রড বসাতে চান, তা হলে জানলার বাইরের পরিধির থেকে তিন-তিন করে মোট ছয় ইঞ্চি বেশি হিসেব ধরে মাপ নিতে হবে।

৪। রড এবং জানলার এই মাপগুলি মাথায় রেখে তবেই কিনবেন পর্দা। অন্যথায় পর্দাও হবে বেমানান, পয়সাও যাবে জলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন