হাতে আর মাত্র কয়েকটা দিন! তার পরই মহাসমারোহে পালিত হবে কালীপুজো ও দীপাবলি। এই আলোর উৎসবে আপনার ঘর সাজিয়ে তুলতে পারেন সুগন্ধী মোমবাতি দিয়ে। বাজার থেকে না কিনে নিজেই তৈরি করে ফেলতে পারেন সেই সুবাসিত মোমবাতি!
বাড়িতে মোমবাতি তৈরি করতে আপনার লাগবে - মোম (সয়া ওয়াক্স বা প্যারাফিন ওয়াক্স)। মোমবাতির জন্য উপযুক্ত সুতোর সলতেও লাগবে। সেই সঙ্গে, কাচের জার বা পছন্দের ছোট বাটি নিন।
মোমবাতি সুগন্ধী করে তুলতে নিতে পারেন আপনার পছন্দের বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল (যেমন - ল্যাভেন্ডার, গোলাপ ইত্যাদি)। এ ছাড়াও, রং করার জন্য মোম রং বা সামান্য ফুড কালার (ঐচ্ছিক) নিতে পারেন। আর লাগবে, মোম গলানোর জন্য একটি ডাবল বয়লার বা দু'টি পাত্র।
প্রথমে মোমটি মেপে নিন। মোমবাতির পাত্রের পরিমাণের দ্বিগুণ মোম নিন। ডাবল বয়লার পদ্ধতিতে ধীরে ধীরে মোম গলিয়ে নিন।
মোম গরম করার নিয়ম হল - মোম সরাসরি গ্যাসে গরম করবেন না। একটি বড় পাত্রে জল গরম করুন। তার উপর মোম ভর্তি অন্য বাটি বসিয়ে দিন। মোম গলতে থাকলে মাঝে মাঝে নাড়ুন।
এ ভাবে মোম পুরোপুরি গলে গেলে আঁচ বন্ধ করুন। এ বার তাতে কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মেশান। মোমের সঙ্গে রং মেশাতে চাইলে এই সময় মেশান। মিশ্রণটি ভাল করে নাড়িয়ে নিন।
এ বার যে পাত্রে মোমবাতি বানাবেন, সেটিকে প্রস্তুত করুন। পাত্রের মাঝখানে সলতেটি সোজা করে বসান। সলতের এক দিক গলিত মোমে ডুবিয়ে পাত্রে লাগিয়ে দিন।
এখন গলানো মোম সামান্য ঠান্ডা হতে দিন। এ বার সাবধানে গলিত মোম পাত্রে ঢেলে দিন। সলতে যেন সোজা থাকে, সে দিকে খেয়াল রাখুন।
মোম ভরা পাত্রটি এ বার ঠান্ডা জায়গায় রেখে দিন। ৪ থেকে ৫ ঘণ্টা বা তার বেশি সময় দিন। মোম শক্ত হয়ে জমাট বাঁধলেই বাতি তৈরি!
মোম শক্ত হলে সলতের বাড়তি অংশ কেটে দিন। তৈরি হয়ে গেল আপনার হাতে তৈরি সুগন্ধী মোমবাতি! এ বারের দীপাবলি হয়ে উঠুক আরও আলো ও সুগন্ধে ভরপুর! (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)