Kolkata Metro Services

দক্ষিণেশ্বর হোক বা কালীঘাট, কালীপুজোয় ঘুরুন নিশ্চিন্তে! জেনে নিন শেষ ট্রেনের সময়

কালীপুজোয় ঠাকুর দেখা সহজ করতে মেট্রো রেলের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১২:৪৮
Share:
০১ ১০

কালীঘাট ও দক্ষিণেশ্বরে যাতায়াত হবে আরও সহজ: আজ (২০ অক্টোবর, ২০২৫) কালীপুজো। এই উপলক্ষে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে তাদের বিশেষ পরিষেবা। উৎসবের রাতে জনজোয়ার সামলাতে ব্লু লাইনে শেষ মেট্রোর সময়সূচি বাড়ানো হয়েছে।

০২ ১০

ব্লু লাইনে বাড়তি সুবিধা: মূলত কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে আসা ভক্তদের কথা মাথায় রেখে এই পরিষেবা বাড়ানো হয়েছে। ২০ অক্টোবর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর - শহিদ ক্ষুদিরাম) মোট ১৪৪টি মেট্রোর পরিষেবা পাওয়া যাবে।

Advertisement
০৩ ১০

দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন: অন্যান্য দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো পাওয়া যায় রাত ৯টা ২৮ মিনিটে। আজ রাতে শেষ মেট্রো পাওয়া যাবে ১০টা ৫১ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে ফিরতি পথে যাত্রীদের জন্য এটি বড় স্বস্তি।

০৪ ১০

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে শেষ মেট্রো: অন্যান্য দিন শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাওয়া যায় রাত ৯টা ৩৩ মিনিটে। আজ শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। রাতভর কালীপুজো ও প্রতিমা দর্শন করে ফেরার জন্য এই বিশেষ সুবিধা প্রদান করা হবে।

০৫ ১০

মেট্রোর সামগ্রিক সময়সূচি বদল: এ দিন সকালে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো ছেড়েছে সকাল ৭টা ৫৪ মিনিটে। অর্থাৎ - রোজের থেকে কিছুটা দেরিতে।

০৬ ১০

ভিড় সামলাতে অতিরিক্ত সতর্কতা: কালীঘাট ও দক্ষিণেশ্বর স্টেশনে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে এবং ভক্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কর্মী ও নিরাপত্তা রক্ষী।

০৭ ১০

গ্রিন লাইনে মেট্রো সংখ্যা কমছে: এ দিন গ্রিন লাইনে (হাওড়া ময়দান - সল্টলেক সেক্টর ফাইভ) মেট্রোর সংখ্যা কমিয়ে ১২৪টি করা হয়েছে। যদিও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকছে (অন্যান্য দিনের মতো)।

০৮ ১০

ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনেও সময়সূচি পরিবর্তন: কালীপুজোর দিন ইয়েলো (নোয়াপাড়া - জয় হিন্দ বিমানবন্দর), পার্পল (জোকা - মাঝেরহাট) এবং অরেঞ্জ (বেলেঘাটা - কবি সুভাষ) লাইনেও মেট্রোর সংখ্যা ও সময়ের পরিবর্তন ঘটেছে।

০৯ ১০

যানজট এড়িয়ে নির্বিঘ্নে পুজো দেখা: কালীপুজোর রাতে রাস্তায় ব্যাপক যানজট এড়াতে মেট্রোর এই বিশেষ পরিষেবা ভক্তদের জন্য এক বড় স্বস্তির খবর। নির্ভয়ে ও সুলভে গভীর রাত পর্যন্ত মায়ের পুজো দেখতে পারবেন সকলে।

১০ ১০

শুভ কালীপুজো: কলকাতা মেট্রো রেলের এই উদ্যোগের ফলে আপনার কালীপুজোর রাত কাটুক আরও আনন্দময় ও নিরাপদ ভাবে। সকলকে কালীপুজোর আন্তরিক শুভেচ্ছা! (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement