Helpline Numbers for Durga Puja 2025

ভিড়-ধাক্কাধাক্কিতে হাত ছেড়ে গিয়েছে সন্তানের? জেনে নিন না ঘাবড়ে কোন নম্বরে ফোন করবেন?

কেউ হারিয়ে গেলে এক মুহূর্ত সময় নষ্ট না করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১০
Share:

প্রতীকী চিত্র।

পুজোর ভিড়ে ঠাকুর দেখতে বেরিয়ে অনেক সময়েই ছোট শিশুরা তাদের বাবা-মায়ের হাত ফস্কে হারিয়ে যায়, এমনকী বড়রাও প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। এই বিষয়টি মাথায় রেখেই আসন্ন দুর্গাপুজো উপলক্ষে কলকাতা পুলিশ বেশ কিছু নির্দেশিকা জারি করেছে এবং একাধিক হেল্পলাইন নম্বরও চালু করছে। যেগুলি পুজোর দিনগুলিতে কার্যকর থাকবে।

Advertisement

নির্দেশিকা অনুসারে - পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে যদি কোনও শিশু বা বয়স্ক মানুষ হারিয়ে যান, তা হলে দ্রুত কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য এই হেল্পলাইন নম্বরগুলি ব্যবহার করা যাবে। নম্বরগুলি হল -

বিশেষ পুজো হেল্পলাইন: ৯১৬৩৭৩৭৩৭৩ (এই নম্বরটি পুজোর পাঁচদিনের জন্য চালু থাকবে)।

Advertisement

লালবাজার কন্ট্রোল রুম: ১০০, ০৩৩-২২৫০-৫০৯০ এবং ০৩৩-২২১৪-৩২৩০ (এই নম্বরগুলি ২৪ ঘণ্টা চালু থাকে)।

মিসিং পার্সন স্কোয়াড, লালবাজার: ০৩৩-২২৫০-৫১৫৩ এবং ০৩৩-২২১৪-১৮৩৫।

চাইল্ড হেল্পলাইন: ১০৯৮। (এটি দক্ষিণ ২৪ পরগনার জেলা শিশু সুরক্ষা আধিকারিকের নম্বর হলেও, শিশুদের সাহায্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সর্বভারতীয় নম্বর।)

বিপদের সময়ে কী করা উচিত:

দ্রুত যোগাযোগ: যদি কেউ হারিয়ে যায়, দেরি না করে অবিলম্বে কলকাতা পুলিশের দেওয়া হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করুন।

নির্দিষ্ট তথ্য দিন: নিখোঁজ ব্যক্তির নাম, বয়স, পোশাক, এবং সর্ব শেষ কোথায় দেখা গিয়েছিল, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিন।

পুলিশের সহায়তা নিন: প্রতিটি বড় পুজো মণ্ডপের আশেপাশে কলকাতা পুলিশের বিশেষ সহায়তা কেন্দ্র থাকবে। সেখানে গিয়েও সরাসরি অভিযোগ জানাতে পারেন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement