নবরাত্রির নবম দিনে পূজিত হয় দেবী দুর্গার সিদ্ধিদাত্রী রূপ। দাম্পত্য কলহ থেকে দুঃখ, কষ্ট মুক্তি পেতে নবমীর দিন করুন এই টোটকাগুলি, মনস্কামনা পূর্ণ হবে দেবীর আশীর্বাদে।
নবমীর দিন বিবাহিত মহিলাদের সাজগোজের জিনিস দিন।
এই দিনে দেবীকে ৮টি পদ্মফুল অর্পণ করুন। কেবল পদ্ম নয়, এ দিন অবশ্যই দেবীকে অপরাজিতা ফুলও দেবেন। অর্পণ করুন ১০৮টি বেল পাতা।
একই সঙ্গে দেবীকে দিন লাল রঙের ওড়না, মাখানা, বাতাসা। সঙ্গে দিন কিছু কয়েন। এতে দেবী তুষ্ট হন। দূর হয় দুঃখ, কষ্ট।
নবমীর দিন পারলে বাড়ির অগ্নি কোণে দেবীর নামে একটি প্রদীপ জ্বালান। সন্ধ্যাবেলায় অবশ্যই দেবীর আরতি করুন।
অর্থাভাবে ভুগলে এই দিন দেবী দুর্গাকে গঙ্গাজল দিয়ে স্নান করান। পাঠ করুন দুর্গা রক্ষাকবচ। নবমীর দিন দেবী দুর্গার সামনে কর্পূরের আরতি করুন। একই সঙ্গে এদিন দুর্গাস্তোত্র পাঠ করা শুভ বলে মনে করা হয়।
নবমীর দিন ভুলেও কালো রঙের পোশাক পরবেন না। বরং বেগুনি রঙের পোশাক পরুন। দাম্পত্য কলহ এড়াতে নবমীর দিন লাউ খাবেন না।
নবমীর দিন হোম করা হয়। সেই ছাই একটু বাড়ি এনে ঘরের যে কোনও পবিত্র স্থানে রেখে দিন। এতে বাস্তুদোষ কেটে যায়।
এই বিশেষ দিনটিতে পাঁচটি গোলাপের পাপড়ির দু’দিকে মধু মাখিয়ে দেবীর কাছে রেখে আসুন। এতে শুভ ফল পাবেন।
নবমীর দিন ৯ জন কুমারীকে বাড়িতে বসে ভোজ খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।