Durga Puja Rituals

বোধন থেকে আমন্ত্রণ, কী কী আচার রয়েছে ষষ্ঠীর?

ষষ্ঠী হল পুজো আরম্ভের তিথি। কল্পারম্ভ, বোধন, অধিবাস এবং আমন্ত্রণ– এ দিনের প্রধান চার আচার।

Advertisement

সৌভিক রায়

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৯
Share:

প্রতীকী চিত্র

শাস্ত্রে দুর্গাপুজোর সাতটি কল্পের উল্লেখ রয়েছে, যার মধ্যে অন্যতম ষষ্ঠাদিকল্প। এই কল্প মেনেই অধিকাংশ স্থানে দেবীর পুজো শুরু করা হয়। ষষ্ঠাদিকল্প অর্থাৎ আশ্বিনের শুক্ল পক্ষে ষষ্ঠী তিথিতে দেবীর বোধন হয়। পুজো চলে মহানবমী অবধি।

Advertisement

ষষ্ঠী হল দেবী দুর্গাকে মর্ত্যলোকে আবাহনের দিন। কল্পারম্ভ, বোধন, অধিবাস এবং আমন্ত্রণ– এই চারটি আচার নিয়েই ষষ্ঠী। ষষ্ঠীর ভোরে সূর্য উদয়ের পরে দুর্গা মণ্ডপে জলভর্তি তামার কলস জাতীয় পাত্র বা ঘট স্থাপন করা হয়। এর পরে দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়। এটাই কল্পারম্ভ। পুজোর সংকল্প নেওয়া হয় এই পর্বেই।

গোধূলি বা সন্ধ্যায় তিথি ও ক্ষণ মেনে বোধনের পুজো সম্পন্ন হয়। বোধন শব্দের আক্ষরিক অর্থ হল জাগরণ। এই সময়ে সূর্যের দক্ষিণায়ন চলে, যা দেবতাদের নিদ্রাকাল। বোধন ঘরে বা বোধন স্থলে বেদির উপর বিল্ববৃক্ষ (বেলগাছ) বসানো হয়। গাছ না থাকলে, বিল্বশাখাও রাখা যায়। বিল্ববৃক্ষের সামনে পঞ্চপল্লব ও ডাব দিয়ে ঘট স্থাপন করা হয়। পঞ্চপল্লব অর্থাৎ আম, অশ্বত্থ, বট, পাকুড় এবং যজ্ঞডুমুর। ওই বেলগাছটিকে দেবী কল্পনা করে আরাধনা করা হয়। দেবীকে জাগিয়ে তোলা হয় প্রার্থনার মাধ্যমে। বোধনের পুজোয় শিব, দুর্গা, নারায়ণ ও কুলদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করা হয়। বোধনের পরে অধিবাসের পালা। দেবীকে আবাহন করা হয়। পরের দিন অর্থাৎ সপ্তমীতে পুজো গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয় তাঁকে।

Advertisement

কিছু লোকাচারও রয়েছে। ষষ্ঠীর সন্ধ্যায় দেবীকে অস্ত্রসজ্জায় সাজিয়ে তোলা হয়। তাঁর দশ হাতে দেওয়া হয় দশ অস্ত্র। মা-ঠাকুমারা এই দিন সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর ব্রত উপবাস পালন করেন।

‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement