দেবী কালীর সঙ্গেই অনেক মণ্ডপে ডাকিনী যোগিনীকে দেখা যায়। কিন্তু এরা আসলে কারা বা এই ৬৪ জন যোগিনী কারা জানেন কি? চলুন সেটাই জেনে নেওয়া যাক।
৬৪ জন ডাকিনীর মধ্যে প্রথম ৪ জন হলেন দেবী সর্পশ্যা, দেবী বানরমুখী, দেবী ভাল্লুকা, দেবী বিকটাননা।
দেবী রতি, দেবী জলকামিনী, দেবী ঘটাভারা, দেবী তারাও রয়েছেন এই তালিকায়।
দেবী কুমারীও এক জন যোগিনী! তালিকায় নাম আছে দেবী বারুণী, দেবী রণভীরা, দেবী কাকরালির।
কালীর সঙ্গে থাকা ৬৪ যোগিনীর অন্যতম হলেন দেবী কর্করী, দেবী অজিতা, দেবী বীরকুমারী, দেবী সমুদ্রা।
দেবী মূর্তি সহ দেবী অঘোরা, দেবী জ্বালামুখী, দেবী আগ্নেয়ী, দেবী গান্ধারীও রয়েছেন ৬৪ যোগিনীর তালিকায়।
দেবী বায়ুবীণা, দেবী বায়ুবেগাও থাকবে এই তালিকায়। রয়েছেন দেবী বিন্ধ্যবাসিনী, দেবী বহুরূপা, দেবী বীরূপা, দেবী বীরজা, দেবী চন্দ্রকান্তী, দেবী কামায়নী।
দেবী সিংহমুখী, দেবী বরাহমুখী, দেবী গজাননা, দেবী তারিণী হলেন ৬৪ যোগিনীর অন্যতম।
দেবী গঙ্গা, দেবী নর্মদা, দেবী যমুনা, দেবী সরস্বতী, দেবী কাবেরী, দেবী সূর্যপুত্রী, দেবী নারায়ণী, দেবী স্তুতি হলেন যোগীনীর রূপ।
দেবী কালরাত্রি, দেবী ঐন্দ্রী, দেবী জ্বলাকামিনী, দেবী ব্রাহ্মীণী, দেবী বৈষ্ণবী, দেবী চামুণ্ডাও যোগিনীর রূপ।
দেবী মকরবাহনা, দেবী বৃষবাহনা, দেবী কাকবাহনাও হল যোগিনীর বিভিন্ন রূপ।
যোগিনীদের অন্যতম হলেন দেবী করকালী, দেবী পুস্তিকা, দেবী অর্ধা, দেবী মুণ্ডচ্ছেদা, দেবী ধূম্রা।
এছাড়া রয়েছেন দেবী বিষ্ণুরূপা, দেবী সর্বমঙ্গলা, দেবী চতুক্রপা, দেবী অদিতি, দেবী উগ্রা, দেবী চর্চিকা, দেবী অম্বা।
দেবী যক্ষিণী, দেবী ভদ্রকালী, দেবী মুক্তকেশী, দেবী বৈদ্যরূপা, দেবী মূর্তি, দেবী মহামায়া, দেবী ময়ূরী, দেবী ঘটাবরী, দেবী শান্তিও বিভিন্ন যোগিনী। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)