একজটা তারার পরিচয়: দেবী একজটা হলেন দশমহাবিদ্যা তারার একটি ভীষণ (উগ্র) রূপ। তিনি মহাবিদ্যা 'তারা'-র আটটি রূপের অন্যতম। তাঁর মাথায় একটি বেণী (জটা) থাকে। তাঁর চোখও একটি বলে কিছু ক্ষেত্রে বিশ্বাস করা হয়! (প্রতীকী ছবি)
হিন্দু তন্ত্রে একজটা: হিন্দু তন্ত্র মতে, একজটা হলেন মোক্ষদাত্রী। তিনি সাধককে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এবং দ্রুত সিদ্ধি প্রদান করেন। তাঁকে নীল সরস্বতী নামেও পুজো করা হয়। (প্রতীকী ছবি)
পৌরাণিক কাহিনি (হিন্দু): মা তারা অত্যন্ত প্রাচীন দেবী। পুরাণে বলা হয়েছে, দেবী সতী দেহত্যাগ করার পরে তাঁর চোখ (নয়নতারা) যে স্থানে পড়েছিল, সেটিই তারাপীঠ। এই তারা দেবী হলেন একজটারই ভিন্ন রূপ। (প্রতীকী ছবি)
তিব্বতী বৌদ্ধধর্মে প্রবেশ: বৌদ্ধধর্মেও একজটা দেবীর পুজো প্রচলিত। সেখানে তিনি একজটী বা নীল তারা নামে পরিচিত। তিব্বতী প্রথা অনুসারে, তাঁকে তান্ত্রিক গুরু নাগার্জুন ভারতে নিয়ে এসেছিলেন। (প্রতীকী ছবি)
বজ্রযান বৌদ্ধ ধর্মে একজটী: বজ্রযান বৌদ্ধধর্মে একজটী হলেন একজন শক্তিশালী 'রক্ষক দেবী'। তিনি মন্ত্রের রক্ষক এবং গুপ্ত তন্ত্র শিক্ষার প্রধান রক্ষাকর্ত্রী। (প্রতীকী ছবি)
বৌদ্ধ কাহিনি ও পদ্মসম্ভব: তিব্বতী কিংবদন্তী অনুসারে, মহাগুরু পদ্মসম্ভব (গুরু রিনপোচে) তিব্বতের অসুরদের পরাজিত করতে একজটীর সাহায্য নেন। জনশ্রুতি হল, পদ্মসম্ভবই নাকি তাঁর ডান চোখ বিদ্ধ করেন, যাতে তিনি আরও কার্যকর ভাবে সাহায্য করতে পারেন! (প্রতীকী ছবি)
একজটীর মূর্তি তত্ত্বের অর্থ: তাঁর একটি বেণী (একজটা) সর্বোচ্চ যোগী মনোনিবেশ বা অদ্বৈত সত্যের প্রতীক। তাঁর এক চোখ বোঝায় জ্ঞান ও প্রজ্ঞার দৃষ্টি। এটি জ্ঞান-অজ্ঞান ভেদ করে পারমার্থিক জ্ঞান এনে দেয়। (প্রতীকী ছবি)
দশমহাবিদ্যা তারা ও বৌদ্ধ তারার সংযোগ: হিন্দুধর্মের দশমহাবিদ্যা তারার সঙ্গে বৌদ্ধধর্মের ২১ তারার যোগসূত্র আছে। হিন্দু দেবী তারা, উগ্রতারা এবং নীল সরস্বতী — এই তিনটি রূপ বৌদ্ধ তন্ত্র থেকে এসেছে বলে কিছু পণ্ডিত মনে করেন। (প্রতীকী ছবি)
জ্ঞান ও মোক্ষের দেবী: উভয় ধর্মেই (হিন্দু ও বৌদ্ধ) একজটা হলেন প্রজ্ঞা ও মুক্তির দেবী। তিনি সমস্ত বাধা, ভয় এবং ব্যক্তিগত প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করেন। (প্রতীকী ছবি)
মহাচীনতারা ও সাধনক্ষেত্র: একজটা তারাকে মহাচীনতারা নামেও ডাকা হয়। তন্ত্রসাধকদের কাছে এই দেবীর আরাধনা খুবই গুরুত্বপূর্ণ। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তাঁর বিশেষ পুজো হয়। (প্রতীকী ছবি) (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।