Brahmamoyee Kali

এই মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মময়ী, এই রূপেই পূজিতা হন কালী

ভৈরব ব্রহ্মানন্দ শিব রূপে পূজিত হন দেবাদিদেব মহাদেবও।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৮:৩২
Share:
০১ ১০

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তার পরেই কালীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা-সহ সারা দেশ। এই আবহে আপনি দেবী ব্রহ্মময়ীর দর্শন সেরে আসতেই পারেন।

০২ ১০

এর জন্য যেতে হবে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলার ন'পাড়ার শীতলা মাতা লেনের কাছে, ব্রহ্মময়ী কালী বাড়িতে।

Advertisement
০৩ ১০

এই মন্দিরে কালী পূজিতা হন ব্রহ্মময়ী রূপে।

০৪ ১০

দেবী এখানে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিতা।

০৫ ১০

মন্দিরের মূল বিগ্রহটি ঘন কালো কষ্টি পাথরে গড়া।

০৬ ১০

দেবীর পাশেই রয়েছে শিবলিঙ্গ। মহাদেব এখানে পূজিত হন ভৈরব ব্রহ্মানন্দ শিব রূপে।

০৭ ১০

এ ছাড়া, মূল মন্দিরেই রয়েছে রুপোর তৈরি গণেশ ও লক্ষ্মীর মূর্তি। তাঁরাও নিয়মিত পুজো পান।

০৮ ১০

দেবীর মূল বিগ্রহের পাশে অষ্ট ধাতুর তৈরি তাঁরই আরও একটি ছোট্ট মূর্তি রয়েছে।

০৯ ১০

এ ছাড়া, এই মন্দিরেই অধিষ্ঠিত রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।

১০ ১০

ভক্তদের বিশ্বাস, এই মন্দিরের দেবী অত্যন্ত জাগ্রত। তিনি তাঁদের সমস্ত আশা-আকাঙ্ক্ষা পূরণ করেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement