গণেশকে বলা হয় সিদ্ধিদাতা। মনে করা হয়, তিনি যেমন সমস্ত বাধা বিপত্তিকে দূর করেন, তেমন ভাবেই তিনি সিদ্ধি লাভ করতে, সাফল্য পেতে সাহায্য করেন।
জীবনে যাতে কখনও অর্থনৈতিক সমস্যা বা অর্থকষ্টে না পড়তে হয়, এই দুই টোটকা করে দেখুন। গণপতি বাপ্পার আশীর্বাদে ফল পাবেন।
প্রথম টোটকার জন্য গণেশের মূর্তির সামনে একটি পান পাতার উপরে ৫টা গোটা লবঙ্গ রাখুন। আর একটি প্রদীপ জ্বালান।
ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার সামনে বসে বলুন 'ওম গণ গণপতয়ে নমঃ'। ১১ বার মন থেকে এই মন্ত্র পাঠ করুন।
মন্ত্র পাঠ শেষ হলে এই পান পাতা এবং লবঙ্গগুলি আপনার টাকার ব্যাগ অথবা লকারে রেখে দিন। সিদ্ধিদাতার কৃপায় কখনও অর্থাভাব হবে না আপনার।
কর্ম জগতে সাফল্য চান বা নতুন চাকরির চেষ্টা করছেন বর্তমানে? তা হলে এই টোটকা অবশ্যই করে দেখুন। ফল পাবেন।
কী করবেন? একটি গণেশ মূর্তি বসিয়ে তার সামনে একটি মাটির প্রদীপ রাখুন।
এ বার সেই প্রদীপে ৪টি সলতে চার দিকে অর্থাৎ উত্তর, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ দিকে মুখ করে রাখুন। ঘি অথবা তিলের তেল ব্যবহার করুন প্রদীপে। আর তার চার দিকে কিছু কয়েন রাখুন।
প্রদীপের নীচে একটু হলুদ গুঁড়ো রাখুন। তার পরে প্রদীপ জ্বালিয়ে তার সামনে বসে 'ওম গণ গণপতয়ে নমঃ' বলুন। জানান মনের ইচ্ছার কথাও। প্রদীপটা জ্বলতে দিন।
প্রদীপ জ্বলতে জ্বলতে যখন নিভে যাবে, প্রণাম করে ওই কয়েনগুলো নিজের পার্স অথবা অফিসের ডেস্কে রেখে দিন। ফল পাবেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)