Story of Kartikeya’s Vahana

হাঁস, প্যাঁচা বা অন্য পাখি নয়, কেন ময়ূরই হয়ে উঠল কার্তিকের বাহন?

দেবী দুর্গার সঙ্গে কেবল তাঁর চার সন্তান আর অসুর নন, একই সঙ্গে মর্ত্যে আসেন তাঁদের প্রত্যেকের বাহনরাও। জানেন কেন হাঁস, প্যাঁচা বা অন্য কোনও পশু-পাখির বদলে ময়ূরই কার্তিকের বাহন হল?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৬:২৬
Share:

প্রতীকী চিত্র

দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের ছোট ছেলে কার্তিক। মা এবং বাকি ভাই বোনেদের সঙ্গে তিনিও মর্ত্যে আসেন দুর্গাপুজোয়। বিরাজ করেন দেবী দুর্গার বাঁদিকে। সঙ্গে থাকে তাঁর বাহন ময়ূর। কিন্তু জানেন কি কেন কার্তিকের বাহন ময়ূর? কেন অন্য কোনও পশু বা পাখি নয়? এর নেপথ্যে কোন কারণ রয়েছে, চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

কার্তিক হলেন দেবসেনাপতি। সৈনিক পুরুষের বাহন এমন কোনও পশু বা পাখিকেই হতে হতো যার মধ্যে আলস্য নেই, সদা সতর্ক এবং কর্মতৎপর। এই সমস্ত গুণই ময়ূরের মধ্যে বিদ্যমান। ময়ূর কেবল দেখতে সুন্দরই নয়, ভারতের জাতীয় পাখি আলস্যহীন, খুব কম সময়ের জন্যই ঘুমোয়। সব সময়ে সতর্ক, আবার কর্মতৎপরতাও দেখা যায় ময়ূরের মধ্যে। এ ছাড়াও এই প্রজাতির পাখির মধ্যে স্বজনপ্রীতি লক্ষ্য করা যায়। ঠিক যেমন ভাবে কোনও সৈনিক নিজের কাজে দক্ষ এবং লোকপ্রিয় হন।

কার্তিক হলেন সুপুরুষ, সৌন্দর্যের প্রতিমূর্তি। পাখিদের মধ্যে ময়ূরের সৌন্দর্যও অবর্ণনীয়। ক্ষত্রিয়ের যা যা গুণ থাকা উচিত বলে মনে করা হয়, অর্থাৎ যুদ্ধ, স্বজনপ্রীতি, স্ত্রী রক্ষা, প্রাতরুত্থান– সবই রয়েছে ময়ূরের মধ্যে। যে পুচ্ছের জন্য ময়ূর নজর কাড়ে, সেটিকেই কিন্তু সে ঢাল হিসেবেও ব্যবহার করে থাকে। একই সঙ্গে ময়ূর হিংস্র। সাপের সঙ্গে যুদ্ধে তার কৌশল দেখার মতো। সম্ভবত এই সমস্ত কারণেই ময়ূর কার্তিকের বাহন।

Advertisement

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement