Cadbury Celebrations

যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাও, ক্যাডবেরি সেলিব্রেশনস্-এর সঙ্গে সিঁদুর খেলায় মাতল গোটা শহর

শেষবেলায় মাকে বিদায় জানাতে প্রথা মেনেই বরণডালা সাজিয়ে সিঁদুরখেলায় মাতল শহর কলকাতা। সঙ্গে চলল মিষ্টিমুখ।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৪:৫৬
Share:
০১ ১০

বিদায় জানানোর প্রস্তুতির সঙ্গে সঙ্গেই বিষাদের সুর ছড়িয়েছে শহরজুড়ে। কোথাও কোথাও আবার কার্নিভালের অপেক্ষা।

০২ ১০

শহরের বিভিন্ন প্রান্তে একই ছবি। লাল সিঁদুরে রাঙানো মুখ, একে অপরকে সিঁদুর লাগানো, মিষ্টি খাইয়ে দেওয়া, ঢাকের তালে পা মেলানো, সেই ছবিই ধরা পড়ল আমাদের ক্যামেরায়।

০৩ ১০

দশমীর দিন কলকাতার বিভিন্ন বড় পুজোগুলির সঙ্গে জোট বেঁধে সিঁদুর খেলার সেই ঐতিহ্যের সাক্ষী রইল আনন্দবাজার অনলাইন। সঙ্গী ক্যাডবেরি সেলিব্রেশনস্।

০৪ ১০

প্রথা অনুযায়ী, বিজয়া দশমীতে মা দুর্গাকে বরণ করে নেওয়ার পরে একে অপরকে মিষ্টিমুখ করানোর রীতি রয়েছে।

০৫ ১০

গত বছরের মতো এ বারেও সেই মিষ্টিমুখে অংশ নিল ক্যাডবেরি সেলিব্রেশনস্। বারোয়ারি থেকে আবাসন, সিঁদুর খেলার পরে একে অপরকে ক্যাডবেরি খাইয়ে মিষ্টিমুখ করালেন বাসিন্দারা।

০৬ ১০

সেই আয়োজনে এই বছর ৮টি পুজো মণ্ডপে গিয়ে সিঁদুর খেললেন অভিনেত্রী সোহিনী সরকার এবং প্রিয়াঙ্কা সরকার।

০৭ ১০

সাবেকি বেশে তাঁদের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। ঢাকের ছন্দে কোমর দোলালেন অভিনেত্রীরাও।

০৮ ১০

প্রিয়াঙ্কা এবং সোহিনী, সাধারণ মানুষের সঙ্গে সিঁদুর খেলার পাশাপাশি, আবাসিকদের হাতে তুলে দিলেন ক্যাডবেরি সেলিব্রেশনস্-এর প্যাকেট।

০৯ ১০

এক ফ্রেমে তুললেন ছবিও। তাঁদের ছোঁয়াতেই দশমীর দিন জমে উঠল আনন্দবাজার অনলাইন আয়োজিত ক্যাডবেরি সেলিব্রেশনস্ উৎসবের মিষ্টিমুখ।

১০ ১০

আনন্দ চলল দিনভর। তবু মন ভার। যেন বাজছে বিষাদের সুর।শেষ বেলার উদযাপনে মা দুর্গাকে বরণ করে সবার একটাই প্রার্থনা আবার এসো মা৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি