কালীপুজোর আয়োজনে এ বারও দর্শনার্থীদের চমকে দিতে প্রস্তুত আড়ংঘাটার ইয়ং স্টার ক্লাব।
নদিয়া জেলার এই ক্লাবটির এ বারের উপস্থাপনা– ব্লেডের তৈরি কৃষ্ণকালী!
দাবি করা হচ্ছে, ১ লক্ষেরও বেশি ধারালো ব্লেড দিয়ে গড়ে তোলা হচ্ছে দেবীর মূর্তি!
মণ্ডপ প্রাঙ্গণেই প্রতিমা তৈরির কাজ করছেন শিল্পীরা।
একের পর এক ধারালো এবং নতুন ব্লেড আঠা দিয়ে জোড়া লাগিয়ে মাতৃমূর্তি নির্মাণ করা হচ্ছে।
প্রতিমার আরও একটি বিশেষত্ব হল - কালীকে এখানে দশভূজা হিসাবে উপস্থাপিত করা হচ্ছে।
মণ্ডপে একটি বেশ বড় আকারের শিবের মূর্তিও থাকছে। সেটিও ব্লেড জোড়া লাগিয়েই তৈরি করা হয়েছে।
মূর্তির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপ। যার উজ্জ্বলতা যে কোনও মানুষের নজর কাড়বে!
গত বছরও কালীপুজোর আয়োজনে অভিনবত্ব দেখিয়েছিল এই ক্লাব। তৈরি করেছিল কাচের কালী প্রতিমা।
ক্লাব কর্তৃপক্ষ ও উদ্যোক্তাদের আশা, তাদের এ বারের আয়োজনের সাক্ষী হতে উপচে পড়বে দর্শনার্থীদের ভিড়। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।