শান্তিপুরের ঐতিহ্য শিলিগুড়িতে: এ বছর শিলিগুড়ির মানুষ দেখলেন 'বামা কালীর নাচ'! সুভাষপল্লির তরুণ অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে।
৬২তম বর্ষের আকর্ষণ: তরুণ অ্যাথলেটিক ক্লাবের এটি ৬২তম কালীপুজো। তারা শান্তিপুরের আদলে বামা কালী গড়ে পুজো করছে।
বামা কালীর ঐতিহ্য: ক্লাবের সদস্যরা জানান, বামা কালী শুধু পুজো নয়, এটি একটি ঐতিহ্য। সেই ঐতিহ্য তাঁরা শিলিগুড়িতে তুলে ধরতে চেয়েছেন।
কুমোরটুলি থেকে মণ্ডপে: কালীপুজোর প্রাক্কালে প্রতিমা কুমোরটুলি থেকে আনা হয়। রাতে মশাল শোভাযাত্রার করে প্রতিমা মণ্ডপে পৌঁছয়। সেই শোভাযাত্রাতেই 'বামা কালীর নাচ' দেখা যায়!
প্রায় ২০০ জন উদ্যোক্তার অংশগ্রহণ: প্রায় ২০০ জন উদ্যোক্তা এই মশাল শোভাযাত্রায় অংশ নেন। পুরো শহর পরিক্রমা করে প্রতিমা মণ্ডপে নিয়ে যান তাঁরা।
মূল আকর্ষণ 'বামা কালীর নাচ': শোভাযাত্রা যখন সফদর হাশমি চকে পৌঁছয়, সেখানেই শুরু হয় শান্তিপুরের ধাঁচে 'বামা কালী নাচ'!
ঢাক-ঢোল ও মশালের আলো: ঢাক-ঢোলের তালে নাচ চলতে থাকে। মশালের আলোয় প্রতিমাকে কাঁধে নিয়ে নাচিয়ে তোলেন ভক্তরা!
মুগ্ধ শহরবাসী: এই নাচের দৃশ্য দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। শিলিগুড়িতে এমন বামা কালী নাচ আগে কেউ কখনও দেখেননি।
শিলিগুড়িতে যেন এক টুকরো শান্তিপুর: মশালের আলো আর ঢাকের তালে শিলিগুড়িতে যেন এক টুকরো শান্তিপুর তৈরি হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল: উদ্যোক্তাদের এই অনন্য আয়োজন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের পাতায়। বহু মানুষ দেখে ফেলেছেন শিলিগুড়িতে বামা কালীর এই নাচ। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।