কালীপুজোর রেশ কাটেনি এখনও। একাধিক মণ্ডপ চত্বর থেকে শুরু করে সমাজমাধ্যমের পাতা, দেবীদর্শনের জন্য মুখিয়ে ভক্তরা।
কখনও তাঁর শ্যামাবরণ শান্ত, স্নিগ্ধ রূপে মোহিত হচ্ছেন দর্শনার্থীরা, আবার কখনও তাঁর রুদ্ররূপের কাছে মাথা নত হচ্ছে তাঁদের।
কিন্তু এ তো গেল খড়, মাটি দিয়ে বানানো প্রতিমা।
জীবন্ত কালীর দর্শন পেয়েছেন কখনও?
হ্যাঁ, সেই টানেই বারাসতে ছুটে যাচ্ছেন অগুন্তি দর্শক।
বছরের এই সময়টিতে বারাসতের জনস্রোত সামলাতে এমনিতেই হিমশিম খায় পুলিশ-প্রশাসন।
উপরন্তু কৌতূহলের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে এখানকার ‘জুভেনাইল ক্লাব’।
মণ্ডপে ঢুঁ মারলেই দেখা পাওয়া যাবে জীবন্ত কালীর।
খড়্গ হাতে উদ্দাম নাচে মগ্ন তিনি।
অভিনব আলোকসজ্জার সঙ্গে তাঁর উগ্ররূপের নাচ দেখে গায়ে কাঁটা দেওয়াটাই স্বাভাবিক। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।