Durga Puja 2023

বাবা-মায়ের ভাল থাকার আশায় বুক বাঁধছে ব্যারাকপুরের এই পুজো

গত কয়েক বছর ধরে তাঁরা থিম পুজোই করছেন। এ বছর ব্যারাকপুরের এই পুজোয় থিমের নাম ‘শুধু তোমারই জন্য’।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ ১১:৪৯
Share:

এ বছর ৩৬তম বর্ষে পা দিল সুকান্ত সরণি এবং পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির পুজো। গত কয়েক বছর ধরে থিম পুজোই করছেন উদ্যোক্তারা। এ বছর থিমের নাম ‘শুধু তোমারই জন্য’। যার পুরোটা জুড়ে বাবা-মায়ের ভাল থাকার ভাবনা।

Advertisement

ক্লাবের সদস্য কৃষ্ণেন্দু পাল বলেন, “বাবা মায়ের ঋণ কখনও শোধ হয় না। তাই আমাদের থিম তাঁদের ঘিরেই। ইদানীং যাঁরা বাবা-মায়ের বয়স হয়ে গেলে নির্দ্বিধায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন বা রাস্তার ধারে একা রেখে চলে যান, আমরা তাঁদেরকে বোঝাতে চাই বাবা মায়ের খেয়াল রেখে, যত্ন করেও সংসারে কত ভাল থাকা যায়। আমাদের প্রথম পথ চলা শুরু কিংবা প্রথম কথা বলা, সব কিছুতেই আমাদের সঙ্গে থাকেন বাবা মা। সেই ভাবনা থেকেই মণ্ডপসজ্জায় থাকছে এলাকার মহিলাদের ছবি। বিবাহিত, অবিবাহিত সকল মহিলার ছবিতেই সাজাচ্ছি আমাদের মণ্ডপ।”

থিমশিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার মণ্ডপ ও প্রতিমা সাজাচ্ছেন গাছের ছাল, পদ্ম ফুলের পাপড়ি, ধুঁধুল ইত্যাদি উপকরণ দিয়ে।

Advertisement

কী ভাবে যাবেন?

কলকাতার দিক থেকে এলে ডানলপ হয়ে ব্যারাকপুরে যেতে হবে। সেখান থেকে ১৫ নং ফ্লাইওভার ধরে ব্যারাকপুরের দিকে যাওয়ার পথে পড়বে নোনাচন্দনপুকুর বাজার। সেখানে পৌঁছে সোজা এগোলেই চোখে পড়বে আলোয় মোড়া পুজোর গেট।

থিম শিল্পী- ইন্দ্রজিৎ পোদ্দার

ভাবনা- শুধু তোমারই জন্য

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement