Beleghata 33No. Pallyvasi Brindo

মণ্ডপে পাহাড়ের কান্না!

সংসারের গুরুভারে মুখ থুবড়ে পড়া মধ্যবিত্ত মানুষের মতো পাহাড়ের বুকেও ধস নামছে বার বার। সেখানকার কান্না এবার কলকাতার পুজোর মণ্ডপে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১৩:৫৮
Share:

এই বছর বেলিয়াঘাটা ৩৩নং পল্লিবাসীবৃন্দ মণ্ডপ সাজিয়েছে এক্কেবারে অন্য ধাঁচে। প্রতি বছরের মতোই এই বছরের চোখ ধাঁধানো মণ্ডপ।

Advertisement

থিম শিল্পী হলেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। থিমের নাম রয়েছে ‘পাহাড়ের কান্না তুমি শুনতে কী পাও?’ থিমের মধ্যে তাঁরা তুলে ধরেছেন নানা ভাষা ও ভাবনাকে। সংসারের গুরুভারে মুখ থুবড়ে পড়া মধ্যবিত্ত মানুষের মতো পাহাড়ের বুকেও ধস নামছে বার বার।

এর পিছনে রয়েছে অনিয়ন্ত্রিত নির্মাণ কাজের কারণ। পাহাড়ের কান্নার ঢল চাপা পড়ে যাচ্ছে টানেল তৈরি করার জন্য ডিনামাইটের বিস্ফোরণের আড়ালে।

Advertisement

ডিনামাইটের শব্দে ঢাকা পড়ে যাওয়া গিরিগুহা, শৈলশিরার কান্না তুলে ধরা হয়েছে এই মণ্ডপসজ্জায়। সঙ্গে রয়েছে আবহসঙ্গীত। সব কিছুর মধ্যমণি দেবী পার্বতী, তিনি সবার সহাত্য। তাঁর কাছে ৩৩ নং পল্লীবাসী বৃন্দের আকুল আর্জি যাতে মানুষএর শুভবুদ্ধি উদয় হয়, এবং তাঁরা নিজেদের স্বার্থের পাশাপাশি প্রকৃতিকেও চিনে নিতে পারে।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন