বিগত বেশ কয়েক দিন ধরেই নানা সময়ই মেট্রোর পরিষেবা নিয়ে যাত্রীরা অভিযোগ করেছেন। কখনও মেট্রো বাতিল করে দেওয়ার অভিযোগ উঠেছে, কখনও তুমুল ভিড় হওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে পুজোর সময় সমস্যা হবে না। নতুন রেক আসবে, ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
কিন্তু তাও যদি পুজোর সময় মেট্রো বিভ্রাট হয়, বা ভিড় এড়াতে চান তা হলে দক্ষিণের ঠাকুর দেখার জন্য বিকল্প উপায় কী হতে পারে?
উত্তর থেকে দক্ষিণে আসতে চাইলে মেট্রোর থেকে ভাল বিকল্প কিছুই হতে পারে না। দ্রুত যাতায়াতের জন্য এটাই সেরা মাধ্যম। কিন্তু ভিড় এড়াতে বা কোনও গোলযোগ হলে উত্তরের ঠাকুর দেখে দক্ষিণে আসতে চাইলে ক্যাব করে নিতে পারেন। এক সঙ্গে অনেকে থাকলে ভাড়া ভাগ করে নিলে অসুবিধাও হবে না, আবার স্বচ্ছন্দে আসাও যাবে।
তবে পুজোয় অনেক সময়ই ক্যাবে অতিরিক্ত ভাড়া দেখায়। সে ক্ষেত্রে উত্তরের যে স্থানে রয়েছেন সেখান থেকে বাসে করে এক্সাইড বা এসপ্ল্যানেড চলে আসুন, এই দুই জায়গা থেকে একাধিক বাস পাবেন দক্ষিণে আসার।
নইলে, দক্ষিণে আসার সরাসরি কোনও বাস পেলে তাতে উঠে পড়ুন। সময় একটু বেশি লাগলেও নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছে যাবেন।
দক্ষিণের যদি রাসবিহারী অঞ্চলে চলে আসেন এর যে কোনও এক দিক ধরে এগোলেই পর পর জনপ্রিয় পুজো মণ্ডপ পাবেন। এক দিকে রয়েছে দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, হিন্দুস্তান ক্লাব, হিন্দুস্তান পার্ক, একডালিয়া, সিংঘি পার্ক, মুদিয়ালি, শিব মন্দির।
আবার রাসবিহারীর অন্য পারে রয়েছে বাদামতলা আষাঢ় সংঘ, অগ্রণী, সুরুচি সংঘ। এই প্রতিটি মণ্ডপই পায়ে হেঁটে ঘুরে নিতে পারবেন। প্রয়োজনে অটো বা বাস তো রয়েছেই।
সুরুচি অবধি এসে গেলে সেখান থেকে বাসে করে বেহালা ১৪ নম্বর চলে এলেও পর পর বেশ কিছু জনপ্রিয় মণ্ডপ দেখে নিতে পারবেন যেমন বেহালা ক্লাব, বেহালা নূতন দল, বেহালা ফ্রেন্ডস, ইত্যাদি।
আর যদি গড়িয়াহাটের দিকে গেলে সেখান থেকে অটো বা বাসে করে যোধপুর পার্ক, সেলিমপুর অঞ্চলেও পরপর একাধিক মণ্ডপ দেখে নিতে পারবেন। এখান থেকে বেহালা বা গড়িয়ার দিকে যেতে চাইলেও বাস, অটো, ক্যাব সবই উপলব্ধ রয়েছে।
তা হলে আর চিন্তা কী? মেট্রো বিকল হোক বা ভিড়, অন্য উপায় আছেই। পুজোয় ঘুরুন, ঠাকুর দেখুন নিশ্চিন্তে। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।) (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)