Ganesh Idols of Kolkata

কেউ ছোটা ভীম, তো কেউ আবার জগন্নাথ বেশে! পুজোর আগে কুমোরটুলিতে ভিড় মিষ্টি গণেশদের

এ বার গণেশ পুজোয় নজর কাড়ল মিষ্টি গণেশ মূর্তি।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৬:২৯
Share:
০১ ১০

গণেশ পুজো দরজায় কড়া নাড়ছে, এ বার ছক ভেঙে একটু অন্য ধরনের মূর্তি বাড়ি আনতে চাইছেন? রইল তেমন কিছু ছবি।

০২ ১০

ছোট সাইজের মধ্যে এমন একটা গণেশ মূর্তি এনে কিন্তু এ বার পুজো করতেই পারেন।

Advertisement
০৩ ১০

জগন্নাথদেবের যদি গজবেশ হতে পারে, তবে গণেশের কেন জগন্নাথবেশ হবে না?

০৪ ১০

মণ্ডপে বিরাজ করার আগে মৃৎশিল্পীর আঙিনা থেকেই উঁকি একটি মিষ্টি গণেশের।

০৫ ১০

'মা'য়ের আগমন বার্তা যে গণেশই বয়ে আনেন। তাই মায়ের কোলে বসেই যেন সেই বার্তা দিচ্ছেন সিদ্ধিদাতা।

০৬ ১০

কার্টুন থেকে অনুপ্রাণিত একটু অন্য ধরনের এমন গণেশ মূর্তি বাড়িতে থাকলে সকলের নজর কাড়তে কিন্তু বাধ্য!

০৭ ১০

কচ্ছপের উপর বসে গণেশ! তাও আবার সামনে রাখা পেল্লাই সাইজের মোদক।

০৮ ১০

মোদক থাকবে, গণেশ থাকবে আর ইঁদুর থাকবে না তাই হয় কখনও!

০৯ ১০

ছোটা ভীম থেকে অনুপ্রাণিত এই গণেশ একদমই অন্যরকমের।

১০ ১০

এ বার গণেশ পুজোয় প্রচলিত মূর্তির বদলে বাড়ি আনতে পারেন এমন মিষ্টি কিছু মূর্তি। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement